নাবালিকা মেয়েকে বিয়ে দিতে গিয়ে গ্রেফতার বাবা

এক নাবালিকার বিয়ে রুখে দিল প্রশাসন। ঘটনা পুরুলিয়ার আড়ষা গ্রামে। স্বেচ্ছাসেবী সংস্থার থেকে অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে মেয়ের বাবাকে গ্রেফতার করে পুলিস। নাবালিকাকে পাঠানো হয়েছে সরকারি হোমে।

Updated By: Apr 30, 2012, 10:52 AM IST

এক নাবালিকার বিয়ে রুখে দিল প্রশাসন। ঘটনা পুরুলিয়ার আড়ষা গ্রামে। স্বেচ্ছাসেবী সংস্থার থেকে অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে মেয়ের বাবাকে গ্রেফতার করে পুলিস। নাবালিকাকে পাঠানো হয়েছে সরকারি হোমে। 
ঝাড়খণ্ডের বাসিন্দা এক যুবকের সঙ্গে আড়ষা গ্রামের বাসিন্দা পদক গড়াই তাঁর নাবালিকা কন্যার বিয়ে ঠিক করেছিলেন। মেয়ের বয়স ১৪ বছর। কথা ছিল, আগামী ২ মে বিয়ে হবে। সেই মতো নিমন্ত্রণ পত্রও ছাপা হয়। এরপরই একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে পুলিসে অভিযোগ জানানো হয়। অভিযোগ পেয়ে, পদক গড়াইকে গ্রেফতার করা হয়। পদক গড়াইয়ের মেয়েকে উদ্ধার করে পুলিস।
 
রবিবার দুজনকেই হাজির করানো হয় পুরুলিয়া আদালতে। বিচারক পদক গড়াইয়ের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। নাবালিকাক সরকারি হোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

.