গাছ কাটার প্রতিবাদ করে মার খেলেন প্রৌঢ়
ফের আক্রান্ত প্রতিবাদী। গাছ কাটার প্রতিবাদ করায় নজরুল ইসলাম নামে এক প্রৌঢ়কে মারধরের পর গঙ্গায় ফেলে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগরে। এলাকায় প্রতিবাদী মুখ হিসেবে পরিচিত নজরুল ইসলাম এর আগেও হামলার শিকার হয়েছেন। গতকাল তাঁর বাড়ির গাছ কেটে ফেলায় থানায় অভিযোগ জানাতে যাওয়ার পথে দুষ্কৃতীরা তাঁকে তুলে নিয়ে যায়। মারধরের পর রাতে বহরমপুরে ভাগীরথী সেতু থেকে তাঁকে গঙ্গায় ফেলে দেওয়া হয়। এক মাঝি এবং এলাকাবাসীর তৎপরতায় তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওয়েব ডেস্ক: ফের আক্রান্ত প্রতিবাদী। গাছ কাটার প্রতিবাদ করায় নজরুল ইসলাম নামে এক প্রৌঢ়কে মারধরের পর গঙ্গায় ফেলে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগরে। এলাকায় প্রতিবাদী মুখ হিসেবে পরিচিত নজরুল ইসলাম এর আগেও হামলার শিকার হয়েছেন। গতকাল তাঁর বাড়ির গাছ কেটে ফেলায় থানায় অভিযোগ জানাতে যাওয়ার পথে দুষ্কৃতীরা তাঁকে তুলে নিয়ে যায়। মারধরের পর রাতে বহরমপুরে ভাগীরথী সেতু থেকে তাঁকে গঙ্গায় ফেলে দেওয়া হয়। এক মাঝি এবং এলাকাবাসীর তৎপরতায় তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ফের রাজ্যে আক্রান্ত প্রতিবাদী। ঘটনার জেরে ফের রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুললেন বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা।