শ্রীনু নায়ডু হত্যায় গ্রেফতার হল আরও এক জন

শ্রীনু হত্যায় গ্রেফতার হল আরও  এক জন। জন ফ্রান্সিস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিস। আটই জানুয়ারি তার বাড়িতেই খুনের পরিকল্পনার বৈঠক হয় বলে পুলিস সূত্রে খবর। ধৃতের চার দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এনিয়ে এখনও পর্যন্ত মোট গ্রেফতার হল আট জন। ষোলোই জানুয়ারি তাদের তিনজনের TI প্যারেড হবে। ধৃতদের শনাক্ত করবেন রাকেশ সিং নামে এক প্রত্যক্ষদর্শী।

Updated By: Jan 14, 2017, 08:02 PM IST
শ্রীনু নায়ডু হত্যায় গ্রেফতার হল আরও এক জন

ওয়েব ডেস্ক: শ্রীনু হত্যায় গ্রেফতার হল আরও  এক জন। জন ফ্রান্সিস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিস। আটই জানুয়ারি তার বাড়িতেই খুনের পরিকল্পনার বৈঠক হয় বলে পুলিস সূত্রে খবর। ধৃতের চার দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এনিয়ে এখনও পর্যন্ত মোট গ্রেফতার হল আট জন। ষোলোই জানুয়ারি তাদের তিনজনের TI প্যারেড হবে। ধৃতদের শনাক্ত করবেন রাকেশ সিং নামে এক প্রত্যক্ষদর্শী।

আরও পড়ুন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার গ্রেফতার

এর আগেই পুলিস জানায়, খড়গপুরে শ্রীনু নায়ডু খুনে ভিনরাজ্যের ৪ ভাড়াটে খুনির জন্য বরাত দেওয়া হয়েছিল মোট ৮ লক্ষ টাকা। ভিনরাজ্যে একাধিকবার বৈঠক হলেও, শ্রীনুকে খতমের চূড়ান্ত ছক কিন্তু হয়েছিল খড়গপুরে বসেই। এছাড়াও শ্রীনু হত্যাকাণ্ডে ভিনরাজ্যের আরও এক ব্যক্তির হদিশ মিলেছে। ওই ব্যক্তিও খুনের পরিকল্পনার বৈঠকে ছিল। পুলিস সূত্রে খবর, সম্ভবত ভিনরাজ্যের ওই ব্যক্তি আদালতে রাজসাক্ষী হতে পারেন।

আরও পড়ুন  শ্রীনু নায়ডু হত্যায় মূল মাথা কে? ধৃতদের জেরায় মিলেছে হদিশ

.