মালদার গাজোলে পুলিসকে লক্ষ্য করে গুলি কেএলও জঙ্গিদের
মালদার গাজোলে কেএলও জঙ্গিদের সঙ্গে পুলিসের গুলির লড়াই। কেএলও জঙ্গি মালখান সিং গাজোলের বাকসার গ্রামে লুকিয়ে আছে। গোপন সূত্রে এমন খবর পেয়ে গতকাল, রবিবার রাত নটা নাগাদ গ্রামে অভিযান চালায় পুলিস। গ্রামে ঢোকার সময় পুলিসকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা।
Updated By: Mar 31, 2014, 11:37 AM IST
মালদার গাজোলে কেএলও জঙ্গিদের সঙ্গে পুলিসের গুলির লড়াই। কেএলও জঙ্গি মালখান সিং গাজোলের বাকসার গ্রামে লুকিয়ে আছে। গোপন সূত্রে এমন খবর পেয়ে গতকাল, রবিবার রাত নটা নাগাদ গ্রামে অভিযান চালায় পুলিস। গ্রামে ঢোকার সময় পুলিসকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা।
কেএলও জঙ্গিদের গুলির পাল্টা জবাব দেয় পুলিসও। প্রায় এক ঘণ্টা জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলে পুলিসের। এরপর গোটা গ্রাম ঘিরে সারা রাত তল্লাসি চালায় পুলিস। সকালে ফের শুরু হয়েছে চিরুনি তল্লাসি। যদিও এখনও কেউ গ্রেফতার হয়নি। ঘটনায় আতঙ্কে গ্রামের মানুষ।