পুরুলিয়ার রঘুনাথপুরে জমি-জটিলতা অব্যাহত
পুরুলিয়ার রঘুনাথপুরে জমি-জটিলতা চলছেই। সরকার অধিগৃহীত জমি ফেরতের দাবিতে আজ মিছিল করল স্থানীয় কৃষি কমিটি। SUCI সমর্থিত এই কমিটি মিছিল শেষে মহকুমা শাসকের কাছে দাবিদাওয়া সংক্রান্ত নথি জমা দেয়। যদিও শাসক দল এখানে শিল্প-বিরোধী জিগির তোলার ঘোর বিরোধী।
ওয়েব ডেস্ক: পুরুলিয়ার রঘুনাথপুরে জমি-জটিলতা চলছেই। সরকার অধিগৃহীত জমি ফেরতের দাবিতে আজ মিছিল করল স্থানীয় কৃষি কমিটি। SUCI সমর্থিত এই কমিটি মিছিল শেষে মহকুমা শাসকের কাছে দাবিদাওয়া সংক্রান্ত নথি জমা দেয়। যদিও শাসক দল এখানে শিল্প-বিরোধী জিগির তোলার ঘোর বিরোধী।
আরও পড়ুন- বাড়ল পুজোর ছুটি, পঞ্চমী থেকে টানা লক্ষ্মীপুজো পর্যন্ত
ইতিমধ্যে তৃণমূলের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে এই অবস্থান। দুহাজার সাত থেকে দশের মধ্যে এই এলাকায় সাত হাজার চারশ কুড়ি একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। উদ্দেশ্য, শিল্পতালুক গড়ে তোলা। একই ছাতার তলায় ইস্পাত, সিমেন্টের প্ল্যান্ট তৈরির পরিকল্পনা হয়। কিন্তু এত বছর পরও কাজ কিছুই হয়নি। এখন তাই জমি ফেরতের দাবিতে সরব কৃষকরা। সেসময় জমির নায্য দাম মেলেনি, এই অভিযোগ তুলে ইতিমধ্যে জেলা প্রশাসনকে চিঠিও দিয়েছেন তাঁরা।