ভিন্ন রঙের স্বাধীনতা! কোথাও কালো পতাকা তো কোথাও তিরঙ্গার সঙ্গেই একই ঝান্ডায় তৃণমূলের পতাকা

স্বাধীনতা দিবসের রেড রোডে কুচকাওয়াজের পর পুলিস আধিকারিকদের সম্মাননা তুলে দিলেন মুখ্যমন্ত্রী। ছিলেন রুপোলি পর্দার তারকারাও। একেবারে উল্টোছবি উত্তর দিনাজপুরের ফুলবাড়ির। বাংলাদেশ সীমান্তবর্তী এই গ্রাম এখনও দেখেনি স্বাধীনতার মুখ। কালো পতাকায় স্বাধীনতা বরণ করছে পুরুলিয়ার বাঘমুন্ডি। মিলেছে মাওবাদী পোস্টার। বীরভূমের মুরারইয়ে তৃণমূল কার্যালয়ে আবার স্বাধীনতার পতাকার সঙ্গেই উঠেছে তৃণমূলের পতাকা।

Updated By: Aug 16, 2015, 12:02 AM IST
ভিন্ন রঙের স্বাধীনতা! কোথাও কালো পতাকা তো কোথাও তিরঙ্গার সঙ্গেই একই ঝান্ডায় তৃণমূলের পতাকা

ওয়েব ডেস্ক: স্বাধীনতা দিবসের রেড রোডে কুচকাওয়াজের পর পুলিস আধিকারিকদের সম্মাননা তুলে দিলেন মুখ্যমন্ত্রী। ছিলেন রুপোলি পর্দার তারকারাও। একেবারে উল্টোছবি উত্তর দিনাজপুরের ফুলবাড়ির। বাংলাদেশ সীমান্তবর্তী এই গ্রাম এখনও দেখেনি স্বাধীনতার মুখ। কালো পতাকায় স্বাধীনতা বরণ করছে পুরুলিয়ার বাঘমুন্ডি। মিলেছে মাওবাদী পোস্টার। বীরভূমের মুরারইয়ে তৃণমূল কার্যালয়ে আবার স্বাধীনতার পতাকার সঙ্গেই উঠেছে তৃণমূলের পতাকা।

স্বাধীনতা দিবসে রেড রোডে পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাহসিকতার জন্য পুলিস আধিকারিকদের সম্মান প্রদান করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিল সেলিব্রিটিদের শোভাযাত্রা। জেলাতেও ছিল স্বাধীনতা দিবসের একই আমেজ। জলপাইগুড়ি,মালদা,বাঁকুড়া,দক্ষিণ দিনাজপুর,হুগলি,বীরভূম,মুর্শিদাবাদ, নদিয়া,হুগলি। প্রভাত ফেরি থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, বর্ণাঢ্য পদযাত্রায় উদযাপিত হয়েছে স্বাধীনতা দিবস।  

স্বাধীনতা নেই
বর্ণাঢ্য স্বাধীনতা উদযাপনের এই ছবির পাশেই একদম উল্টো ছবি উত্তর দিনাজপুরের ফুলবাড়ির। উনষাট বছর পরেও স্বাধীনতার স্বাদ পেল না ফুলবাড়ি। এখনও নো ম্যানস ল্যান্ডের বাসিন্দা এই গ্রাম।  ভারত- দুদেশের সীমান্ত রক্ষীর বন্দুকের কড়া নজরদারির মধ্যেই দিন কাটে ফুলবাড়ির।

কালো পতাকায় 'স্বাধীনতা'
পুরুলিয়ার বাঘমুণ্ডি, বলরামপুর, বান্দোয়ান, আরশা এলাকার বিভিন্ন জায়গায় উদ্ধার হল কালো পতাকা, মাওবাদী পোস্টার। পোস্টারে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে।

স্বাধীনতায় ২ পতাকা
একই দন্ডে-একই দড়িতে, জাতীয় পতাকা এবং তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা। তবে মাথায় দলীয় পাতাকা। স্বাধীনতা দিবসে এমন কাণ্ড ঘটেছে বীরভূমের মুরারই থানার দু-নম্বর ব্লকের রুদ্রনগর গ্রামে। তৃণমূল পার্টি অফিসের পাশেই তোলা হয় ওই জোড়া পতাকা। এ খবর চাউর হওয়ার পরই অবশ্য দেখা যায়, কিছুক্ষণের মধ্যে উধাও তৃণমূলের পতাকাটি। তবে বিতর্ক কি তাতে থামে!    

 

.