ফের হাইকোর্টের তোপের মুখে রাজ্য, বীজপুরে বধূ নির্যাতনের মামলায় সিআইডি তদন্তের নির্দেশ আদালতের

ফের হাইকোর্টের তোপের মুখে রাজ্য। এবার বধূ নির্যাতনের একটি মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিল আদালত। উত্তর চব্বিশ পরগনার বীজপুরের ওই মামলায় পুলিসি তদন্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। দুহাজার এগারোর নভেম্বরে উত্তর চব্বিশ পরগনার নৈহাটির অন্তরা চৌধুরীর বিয়ে হয় বীজপুরের সঞ্জয় শীলের। নৌবাহিনীতে চাকরি করতেন সঞ্জয়। পণ বাবদ মোটা টাকাও দেওয়া হয়। অন্তরা দেবীর অভিযোগ, বিয়ের পর থেকেই বাড়তে থাকে নির্যাতন। বীজপুর থানায় অভিযোগ জানাতে গেলে উল্টে হেনস্থা করা হয় তাঁকে।

Updated By: Nov 19, 2013, 09:25 AM IST

ফের হাইকোর্টের তোপের মুখে রাজ্য। এবার বধূ নির্যাতনের একটি মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিল আদালত। উত্তর চব্বিশ পরগনার বীজপুরের ওই মামলায় পুলিসি তদন্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। দুহাজার এগারোর নভেম্বরে উত্তর চব্বিশ পরগনার নৈহাটির অন্তরা চৌধুরীর বিয়ে হয় বীজপুরের সঞ্জয় শীলের। নৌবাহিনীতে চাকরি করতেন সঞ্জয়। পণ বাবদ মোটা টাকাও দেওয়া হয়। অন্তরা দেবীর অভিযোগ, বিয়ের পর থেকেই বাড়তে থাকে নির্যাতন। বীজপুর থানায় অভিযোগ জানাতে গেলে উল্টে হেনস্থা করা হয় তাঁকে।
আদালতের মাধ্যমে বধূ নির্যাতনের অভিযোগ জানান অন্তরা চৌধুরী। তাতেও এগোয়নি পুলিসি তদন্ত। এরপর বারাকপুরের পুলিস কমিশনারের কাছ থেকে রিপোর্ট তলব করে হাইকোর্ট। তদন্তে বারাকপুরের পুলিস কমিশনারের ভূমিকার তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। ওই মামলায় সিআইডি তদন্তেরও নির্দেশ দেন তিনি।
বধূ নির্যাতনের মত মামলায় সিআইডি তদন্তের নির্দেশে আরও একবার আদালত অস্বস্তিতে পড়ল রাজ্য সরকার। এমনই মনে করছেন আইনজীবীরা। 
 

.