ধোঁকা দিচ্ছে রাজ্য সরকার, মন্তব্য সংখ্যালঘু প্রতিনিধির

রাজ্যের আইনশৃঙ্খলা থেকে শুরু করে ফুরফুরা শরিফে রেল প্রকল্প। একাধিক বিষয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বোহা সিদ্দিকী। আরামবাগের হরিণখোলায় শনিবার এক শান্তিসভায় সোচ্চার হন তিনি।

Updated By: Nov 11, 2012, 10:54 AM IST

রাজ্যের আইনশৃঙ্খলা থেকে শুরু করে ফুরফুরা শরিফে রেল প্রকল্প। একাধিক বিষয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বোহা সিদ্দিকী। আরামবাগের হরিণখোলায় শনিবার এক শান্তিসভায় সোচ্চার হন তিনি।
যে পরিবর্তন চাওয়া হয়েছিল তা মেলেনি। ক্ষমতা বদলের পরেও বাংলায় শান্তি ফেরেনি। শনিবারের সভায় এই ভাষাতেই তৃণমূল নেতৃত্বাধীন রাজ্যসরকারের সমালোচনায় মুখর হন পীরজাদা। সেইসঙ্গে একাধিক অভিযোগও করেন ত্বোহা সিদ্দিকী। তাঁর হুঁশিয়ারি, বাংলার শান্তি না এলে একদিন তৃণমূল সরকারকেও যেতে হবে।  
নেতাজি ইনডোর স্টেডিয়ামে কলকাতা চলচ্চিত্র উত্সবের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। ফুরফুরা শরিফের পীরজাদার হুঁশিয়ারি, ধোঁকা দিলে আর সহ্য করা হবে না। ইমামভাতা, মাদ্রাসা অনুদান নিয়েও বাড়িয়ে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। আরামবাগ-ফুরফুরা শরিফ রেলপ্রকল্প নিয়ে প্রতিশ্রুতি তৃণমূলের কোনও রেলমন্ত্রীই পূরণ করেননি বলে মন্তব্য করেছেন ত্বোহা সিদ্দিকী।

.