বড়সড় বিপদ এড়াল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল
বড়সড় বিপদ এড়াল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগ। আজ সকালে প্রসূতি বিভাগের একট সুইচ বোর্ড থেকে আগুন লাগে। আতঙ্ক ছড়ায় হাসপাতাল চত্বরে। খবর পেে সেখানে আসে দমকল। কোনও হতাহতের খবর নেই। আগুন লাগার কারণ নিয়ে তদন্ত শুরু হয়েছে।
![বড়সড় বিপদ এড়াল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল বড়সড় বিপদ এড়াল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/12/15/73160-nbmchfire.jpg)
ওয়েব ডেস্ক : বড়সড় বিপদ এড়াল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগ। আজ সকালে প্রসূতি বিভাগের একট সুইচ বোর্ড থেকে আগুন লাগে। আতঙ্ক ছড়ায় হাসপাতাল চত্বরে। খবর পেে সেখানে আসে দমকল। কোনও হতাহতের খবর নেই। আগুন লাগার কারণ নিয়ে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন- শিলিগুড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ নতুন ২০০০ টাকার নোট, গ্রেফতার ৫
জানা গেছে, আজ সকালের দিকে হটাত্ই আগুন দেখা যায়। প্রসূতি বিভাগের রোগীদের তড়িঘড়ি বাইরে বের করে আনা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের দুটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আসার পর অবশ্য রোগীদের ধীরে ধীরে প্রসূতি বিভাগে ফিরিয়ে আনা হয়।