বীজপুরে আক্রান্ত সিপিআইএম নেতৃত্ব, মিছিলে বাধা

দুষ্কৃতী হামলা থেকে পুলিসের পথরোধ। উত্তর ২৪ পরগনায় বাধা পেল বামেদের মিছিল। খুচরো ব্যবসায় এফডিআইয়ের প্রতিবাদ সহ একাধিক দাবিতে আজ জেলায় চারটি পদযাত্রা করে বামেরা। বীজপুরের কাছে একটি পদযাত্রায় হামলা চালায় দুষ্কৃতীরা। তাতে আহত হন সিপিআইএম নেতা নেপালদেব ভট্টাচার্য বেশ কয়েকজন দলীয় কর্মী। অভিযোগ, তৃণমূলের কর্মীরাই এই হামলা চালিয়েছে। ভাটপাড়ার কাছে ফের পদযাত্রাটি আটকে দেয় পুলিস। 

Updated By: Dec 22, 2012, 03:30 PM IST

দুষ্কৃতী হামলা থেকে পুলিসের পথরোধ। উত্তর ২৪ পরগনায় বাধা পেল বামেদের মিছিল। খুচরো ব্যবসায় এফডিআইয়ের প্রতিবাদ সহ একাধিক দাবিতে আজ জেলায় চারটি পদযাত্রা করে বামেরা। বীজপুরের কাছে একটি পদযাত্রায় হামলা চালায় দুষ্কৃতীরা। তাতে আহত হন সিপিআইএম নেতা নেপালদেব ভট্টাচার্য বেশ কয়েকজন দলীয় কর্মী। অভিযোগ, তৃণমূলের কর্মীরাই এই হামলা চালিয়েছে। ভাটপাড়ার কাছে ফের পদযাত্রাটি আটকে দেয় পুলিস।   
পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় সংগঠনকে চাঙ্গা করতে উত্তর ২৪ পরগনা জুড়ে একাধিক কর্মসূচি নিয়েছে বামেরা। শনিবার জেলার চারটি জায়গা থেকে পদযাত্রা বের করে বামেরা। পদযাত্রাকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড হয় বীজপুরের বাগমোড়ে। মিছিলে হামলা চালায় একদল দুষ্কৃতী। দুষ্কৃতীদের ইটের আঘাতে আহত হয়েছেন সিপিআইএম নেতা নেপালদেব ভট্টাচার্য।
আরেক সিপিআইএম নেতা তড়িত্ তোপদারের গাড়িতেও ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। পরিস্থিতি সামলাতে গেলে পুলিসকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। ভাঙচুর করা হয়েছে পুলিসের তিনটি জিপেও। আহত সিপিআইএম সমর্থকদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।
মিছিলে যেখানে হামলা হয়েছে তা তৃণমূল সাংসদ মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়ের নির্বাচনী ক্ষেত্র। হামলার ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। সিপিআইএমের অভিযোগ, পুলিস একজনকে গ্রেফতার করলেও, তৃণমূল সমর্থকরা তাকে ছাড়িয়ে নিয়ে যায়। পরে ভাটপাড়ার কাছে নিরাপত্তার কারণ দেখিয়ে মিছিলটি আটকে দেয় পুলিস।
ভাটপাড়ায় বাধা পাওয়ার পর শ্যামনগর থেকে ফের মিছিল শুরু হয়। শেষ হয় বারাকপুরে। বারাসত কাছারি ময়দান থেকে আরেকটি পদযাত্রা যায় দমদম কেন্দ্রীয় সংশোধনাগার পর্যন্ত। উল্টোডাঙা থেকে শুরু পদযাত্রায় উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সেই মিছিলও যায় দমদম কেন্দ্রীয় সংশোধনাগার পর্যন্ত।
পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তর ২৪ পরগনায় একাধিক কর্মসূচি রয়েছে সিপিআইএমের। বিভিন্ন পদযাত্রা কর্মসূচি ছাড়াও, পঞ্চায়েত ভোটের আগে বিভিন্ন জায়গায় জনসভার আয়োজন করা হবে। যেই জনসভাগুলিতে, বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, সূর্যকান্ত মিশ্রের পাশাপাশি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রকাশ কারাটও অংশ নেবেন বলে জানা গেছে। সিপিআইএমের মূল্যায়ণ, ভোটের আগে দলের উত্তর ২৪ পরগনা জেলা কমিটি যেভাবে কাজ করছে, তা গোটা দলের কাছে দৃষ্টান্তস্বরূপ।

.