কথা রাখেনি নেতারা, তাই নিজেরাই জোট বাধছে ক্যানিংয়ের 'বিক্ষুব্ধ' সিপিআইএমরা
সিপিআইএমের হয়ে মাঠে ঘাটে কাজ করেছেন। কমিটি গড়ে দিয়েছিলেন রেজ্জাক মোল্লা। এখন ক্যানিং পূর্বের বিধায়ক দল থেকে বহিষ্কৃত। অভিযোগ, যোগাযোগ রাখেনি সিপিআইএম নেতারাও। দলের হয়ে লড়তে প্রস্তুত ভাঙড়ের এই যুবকরা। প্রশ্ন একটাই নেতৃত্ব দেবে কে?
ওয়েব ডেস্ক: সিপিআইএমের হয়ে মাঠে ঘাটে কাজ করেছেন। কমিটি গড়ে দিয়েছিলেন রেজ্জাক মোল্লা। এখন ক্যানিং পূর্বের বিধায়ক দল থেকে বহিষ্কৃত। অভিযোগ, যোগাযোগ রাখেনি সিপিআইএম নেতারাও। দলের হয়ে লড়তে প্রস্তুত ভাঙড়ের এই যুবকরা। প্রশ্ন একটাই নেতৃত্ব দেবে কে?
ক্যানিং পূর্ব বিধানসভা এলাকা। বিধানসভা ভোটের আগে এলাকার যুবকদের নিয়ে জোয়ান মর্দ কমিটি গড়েছিলেন রেজ্জাক মোল্লা। সিপিআইএমের হয়ে কাজ করাই ছিল এদের কাজ। রেজ্জাক মোল্লার ওই জোয়ান মর্দ কমিটিতে ছিলেন গরিববাড়ি গ্রামের যুবকরাও। রেজ্জাক মোল্লার বহিষ্কৃত হওয়ার পর, সিপিআইএমের সঙ্গেই রয়ে গিয়েছেন তাঁরা। আক্রান্ত হয়েছেন। দলের নেতাদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছন এই যুবকরা। নেতারা কথা রাখেননি। তৃণমূলের বিরুদ্ধে এবার নিজেরাই তাই জোট বাধছেন গরিববাড়ির জোয়ান মর্দ কমিটির সদস্যরা। সংগঠন নতুন করে ঢেল সাজানো হয়েছে।