মৃতদেহ আটকে বিক্ষোভ, তুলকালাম দেগঙ্গা থানার উত্তর যাদবপুর
মৃতদেহ আটকে বিক্ষোভ। আর তাই নিয়ে তুলকালাম দেগঙ্গা থানার উত্তর যাদবপুর এলাকায়। মাস তিনেক আগে কলা চোর সন্দেহে বেধড়ক মারা হয় স্থানীয় নূর ইসলামকে। গতকাল মৃত্যু হয় বছর পয়তাল্লিশের সেই নূরের। তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, ওই মারধরের কারণেই তাঁর এই করুণ পরিণতি। তাই উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে তাঁদের।
ওয়েব ডেস্ক: মৃতদেহ আটকে বিক্ষোভ। আর তাই নিয়ে তুলকালাম দেগঙ্গা থানার উত্তর যাদবপুর এলাকায়। মাস তিনেক আগে কলা চোর সন্দেহে বেধড়ক মারা হয় স্থানীয় নূর ইসলামকে। গতকাল মৃত্যু হয় বছর পয়তাল্লিশের সেই নূরের। তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, ওই মারধরের কারণেই তাঁর এই করুণ পরিণতি। তাই উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে তাঁদের।
আরও পড়ুন ফের ছেলেধরা সন্দেহে গণপিটুনি, ব্যাপক উত্তেজনা কাটোয়ার বরমপুরে
সেইজন্যই দেহ আটকে রেখে শুরু হয়ে যায় বিক্ষোভ। গ্রামে এই নিয়ে সালিশি সভাও বসে। তবে তারই মধ্যে দুপক্ষের হাতাহাতি বেঁধে যায়। আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শেষপর্যন্ত পুলিস গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভ্যানিস করে দেবেন জাদুকর!