বাইকে চড়া নিয়ে বচসা, বন্ধুকে পিটিয়ে মারল ৬ বন্ধু
Updated By: Feb 9, 2017, 09:29 AM IST
ব্যুরো: বাইকে চড়া নিয়ে বচসার জের। বন্ধুকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ৬ বন্ধুরই বিরুদ্ধে। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায়। (দিনে ১৫ মিনিট নিয়ম করে হাসুন)
মঙ্গলবার রাতে নাচের অনুষ্ঠান দেখতে যায় ছয় বন্ধু। সকালে ফেরার সময় আরও এক যুবক জুটে যায়। দুটি বাইকে কী করে ৭জন ফিরবে, তা নিয়ে বচসা বাঁধে। অভিযোগ সে সময় এক যুবককে ব্যাপক মারধর করে বাকি ৬জন। অজ্ঞান হয়ে গেলে মৌখালি গ্রামের জমাদার পাড়ায় যুবককে ফেলে পালায় তারা। স্থানীয় খুঁচিতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা যুবককে মৃত ঘোষণা করেন। মৃত যুবকের নাম কালীচরণ হাজারি। যুবকের মা জীবনতলা থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। আটক করা হয়েছে যুবকের ৪ বন্ধু তাপস হালদার, লক্ষ্মী হালদার, রঞ্জন হালদার এবং জহিরুল জমাদারকে। যুবকের আরও ২ বন্ধু ফেরার। তাঁদের খোঁজে তল্লাসি শুরু করেছে পুলিস।