নদিয়ায় আক্রান্ত ২ তৃণমূল ছাত্র পরিষদ নেতা
ধবার নদিয়ায় আক্রান্ত হলেন তৃণমূল ছাত্র পরিষদের দুই নেতা। গত রাতে দলের কাজ সেরে বাড়ি ফিরছিলেন রাণাঘাটের ২ নম্বর ব্লকের আড়ংঘাটা গ্রামের তৃণমূল ছাত্র পরিষদ নেতা প্রণব ঘোষ, জয়দীপ বিশ্বাস।
Updated By: Apr 7, 2016, 09:34 AM IST
ওয়েব ডেস্ক: বুধবার নদিয়ায় আক্রান্ত হলেন তৃণমূল ছাত্র পরিষদের দুই নেতা। গত রাতে দলের কাজ সেরে বাড়ি ফিরছিলেন রাণাঘাটের ২ নম্বর ব্লকের আড়ংঘাটা গ্রামের তৃণমূল ছাত্র পরিষদ নেতা প্রণব ঘোষ, জয়দীপ বিশ্বাস। সে সময় রাস্তা আটকে তাঁদের ঘিরে ধরে বেশ কিছু দুষ্কৃতি। তারপর তাঁদে্র মারধরও করা হয় বলে অভিযোগ। আক্রমণে আহত ছাত্র নেতা প্রণব ঘোষ ও জয়দীপ বিশ্বাস বর্তমানে হাসপাতালে ভর্তি। দুই নেতার পক্ষ থেকে ধানতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ দায়ের করা হয়েছে কমিশনেও। এ ঘটনায় সিপিএমের বিরুদ্ধে অভিযোগ আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস