হকার উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল আসানসোল স্টেশন
হকার উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল আসানসোল স্টেশন। ভাঙচুর চলে স্টেশন চত্বর, বুকিং কাউন্টার ও আর পি এফ পোস্টে। হকার ইউনিয়নের দুই নেতাকে গ্রেফতার করায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। এক মহিলা যাত্রী সহ সাতজন হকার আহত হন। জখম হন সাত RPF কর্মী। হকার উচ্ছেদ ঘিরেই উত্তপ্ত হয়ে উঠল আসানসোল স্টেশন। গত ছয় মাস ধরেই হকারদের বসতে দেওয়া নিয়ে রেলের সঙ্গে টানাপোড়েন চলছিল। মঙ্গলবার সকালে হকার ইউনিয়নের নেতা গোপাল সিনহা সহ দুজনকে গ্রেফতার করে RPF। এই খবর ছড়িয়ে পড়তেই যেন আগুনে ঘি পড়ে। স্টেশনের এ মাথা থেকে ওমাথা তাণ্ডব চালান হকাররা। ভাঙচুর চলে RPF-এর ওয়েস্ট পোস্টে। পাঁচ , ছয়,সাত নম্বর প্ল্যাটফর্মে নির্বিচারে চলে ভাঙচুর।
ওয়েব ডেস্ক: হকার উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল আসানসোল স্টেশন। ভাঙচুর চলে স্টেশন চত্বর, বুকিং কাউন্টার ও আর পি এফ পোস্টে। হকার ইউনিয়নের দুই নেতাকে গ্রেফতার করায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। এক মহিলা যাত্রী সহ সাতজন হকার আহত হন। জখম হন সাত RPF কর্মী। হকার উচ্ছেদ ঘিরেই উত্তপ্ত হয়ে উঠল আসানসোল স্টেশন। গত ছয় মাস ধরেই হকারদের বসতে দেওয়া নিয়ে রেলের সঙ্গে টানাপোড়েন চলছিল। মঙ্গলবার সকালে হকার ইউনিয়নের নেতা গোপাল সিনহা সহ দুজনকে গ্রেফতার করে RPF। এই খবর ছড়িয়ে পড়তেই যেন আগুনে ঘি পড়ে। স্টেশনের এ মাথা থেকে ওমাথা তাণ্ডব চালান হকাররা। ভাঙচুর চলে RPF-এর ওয়েস্ট পোস্টে। পাঁচ , ছয়,সাত নম্বর প্ল্যাটফর্মে নির্বিচারে চলে ভাঙচুর।
শুধু ভাঙচুরই নয়, RPF-এর সঙ্গে হাতাহাতিও বেঁধে যায় হকারদের। তাঁদের লক্ষ্য করে প্রচুর ইট পাটকেল ছোঁড়া হয়। আহত হন সাত RPF কর্মী। আসানসোল উত্তরের দিকে বুকিং কাউন্টারেও ব্যাপক ভাঙচুর চালানো হয়। সাতজন হকার আহত হন। চোট লাগে এক মহিলা যাত্রীরও। আসানসোল জেলা হাসাপাতালে ভর্তি করা হয়।