ক্রমশ অজয়ের ভাঙনের গ্রাসে চলে যাচ্ছে কেতুগ্রামের বেগুনকোলা গ্রাম
Updated By: Dec 29, 2014, 11:06 AM IST
"বাড়ি আমার অজয় ভাঙনধরা অজয় নদীর বাঁকে। জল যেখানে সোহাগ ভরে স্থলকে ঘিরে রাখে।" কিন্তু সোহাগ নয়, অজয়ের গ্রাসে চলে যাচ্ছে কেতুগ্রামের বেগুনকোলা গ্রাম। গ্রাম বাঁচাতে উদ্যোগী হয়েছেন মহকুমাশাসক। বর্ধমানের নবগ্রাম পঞ্চায়েতের বেগুনকোলা গ্রাম।
গ্রামটিকে ঘিরে রেখেছে অজয় নদ। আর প্রায় প্রতি মুহূর্তেই গ্রামটি চলে যাচ্ছে নদী গর্ভে। ঘর ছেড়েছে অনেকগুলি পরিবার। এখনও ছাড়ছেন। চাষের জমি বলতে আর কিছুই অবশিষ্ট নেই। এ গ্রামের পাত্রের সঙ্গেও মেয়ের বিয়ে দিতেও রাজি হন না কেউই। তাই নদীকে জব্দ এবার জব্দ করতে চান বাসিন্দারা। মহকুমা প্রশাসনের কর্তাদের মতে, অজয় এবং ভাগীরথিকে খাল কেটে মিলিয়ে দিলেই সমস্যার সমাধান হবে।
রাজ্য এগিয়ে এলেই বেঁচে যেতে পারে বহু পুরনো এই গ্রাম। তাই আপাতত রাজ্যের দিকে তাকিয়ে মহকুমা প্রশাসন থেকে গ্রামবাসীরা।