হিজাব ছাড়াই রাস্তায়, পুলিসি হেফাজতে যুবতী!

  'দুঃসাহস'! হিজাব ছাড়াই রিয়াধের রাস্তায়। সেখানেও থামেননি ওই যুবতী। সেই ছবি আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়। গতমাসে এই 'কাণ্ডটি' ঘটান ওই যুবতী। আর তারপরই ওই তরুণীর মৃত্যুদণ্ড চেয়ে দাবি তুলেছে সৌদি আরবের একাংশ। পাশাপাশি অনেকে আবার তরুণীর 'দুঃসাহস'-এর তারিফও করেছেন। প্রশংসাকারীদের বেশিরভাগই অবশ্য মহিলা। অবশেষে সেই তরুণী পুলিসের হেফাজতে।

Updated By: Dec 13, 2016, 04:12 PM IST
হিজাব ছাড়াই রাস্তায়, পুলিসি হেফাজতে যুবতী!

ওয়েব ডেস্ক :  'দুঃসাহস'! হিজাব ছাড়াই রিয়াধের রাস্তায়। সেখানেও থামেননি ওই যুবতী। সেই ছবি আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়। গতমাসে এই 'কাণ্ডটি' ঘটান ওই যুবতী। আর তারপরই ওই তরুণীর মৃত্যুদণ্ড চেয়ে দাবি তুলেছে সৌদি আরবের একাংশ। পাশাপাশি অনেকে আবার তরুণীর 'দুঃসাহস'-এর তারিফও করেছেন। প্রশংসাকারীদের বেশিরভাগই অবশ্য মহিলা। অবশেষে সেই তরুণী পুলিসের হেফাজতে।

সৌদি পুলিস জানিয়েছে, "প্রকাশ্য রাস্তায় হিজাব খোলার জন্য ও সেই অবস্থায় ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দেওয়ার জন্যই গ্রেফতার করা হয়েছে ওই যুবতীকে। কারণ ওই তরুণী নীতিবোধে আঘাত করেছেন।" পুলিস নির্দিষ্ট করে কিছু না বললেও, জানা যাচ্ছে ওই যুবতীর নাম মালক-আল-শেহরি। এদিকে ওই তরুণীর গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই নিন্দায় মুখর বিশ্ব।

আরও পড়ুন, সবচেয়ে 'বিপজ্জনক' প্রোপোজাল, বিশ্বের 'দিল' জিতল এই যুবক!

.