'উইন্টারে'র রক্তেই করোনার ওষুধের চাবিকাঠি!

লামা নিয়ে আসছে করোনা টিকা

Updated By: Oct 14, 2020, 05:43 PM IST
'উইন্টারে'র রক্তেই করোনার ওষুধের চাবিকাঠি!

নিজস্ব প্রতিবেদন: টিকার মাধ্যমে করোনা ভাইরাস রোখার চেষ্টা চলছে বিশ্ব জুড়ে৷ দক্ষিণ আমেরিকার একটি প্রাণী এ ক্ষেত্রে মানুষকে সংক্রমণ মোকাবিলায় বিশেষভাবে সাহায্য করতে পারে বলে জানা গিয়েছে৷ উটের সমগোত্রীয় প্রাণী দক্ষিণ আমেরিকার এই লামা। 

নির্দিষ্ট যে লামাটির কথা বলা হচ্ছে এখানে, তার জন্ম হয়েছিল বছরচারেক আগে জানুয়ারি মাসে। তার নাম রাখা হয়েছিল 'উইন্টার'৷ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গবেষণার স্বার্থে সেই শাবকের শরীর থেকে রক্ত সংগ্রহ করেছিলেন৷ পরে বিজ্ঞানীরা আশ্চর্য হয়ে দেখেন, লামাটির রক্তে রয়েছে অ্যান্টিবডি! ওই কাজের সঙ্গে যুক্ত মলিকিউলার ভাইরোলজিস্ট বলেন, 'লামাটির রক্তরহস্য হল অ্যান্টিবডি৷ এই অ্যান্টিবডি অত্যন্ত শক্তিশালী৷ তা বেশ কার্যকর ভাবেই ভাইরাসের মোকাবিলা করতে পারবে৷'

ওই মলিকিউলার ভাইরোলজিস্টদের দল সাফল্যের সঙ্গে লামা ও মানুষের অ্যান্টিবডির মধ্যে যোগাযোগ স্থাপন করতে পেরেছে৷ বিষয়টি ব্যাখ্যা করে তারা বলে,'লামার অ্যান্টিবডি করোনা ভাইরাসের শীর্ষ অংশের সঙ্গে সংযুক্ত হয়৷ তখন ভাইরাস আর মানুষের কোষের সঙ্গে যুক্ত হতে পারে না৷ ফলে কোনো সংক্রমণও ঘটে না৷ ভাইরাস নিষ্ক্রিয় হয়ে থাকে৷'

গবেষণার ফলাফল বেশ সম্ভাবনাময়৷ সবকিছু ঠিকমতো চললে আগামী বছরই লামার এই 'অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট' বাজারে এসে যাবে৷ তখন গোটা বিশ্বের করোনা গবেষকদের কাছে সেরা তারকা হয়ে উঠবে 'উইন্টার' নামের এই আশ্চর্য লামাটিই৷ 

আরও পড়ুন:  কেরল তো দেশে 'প্রথম'! অতঃপর কী বঙ্গ কমরেডগণ!

.