চিনে আবার Corona-র বাড়বাড়ন্ত, ভাইরাসের উত্স খুঁজতে উহানে হাজির WHO-র দল

আমেরিকা বরাবর দাবি করে এসেছে, চিনের ল্যাব থেকে Corona ছড়িয়েছে। 

Updated By: Jan 14, 2021, 12:08 PM IST
চিনে আবার Corona-র বাড়বাড়ন্ত, ভাইরাসের উত্স খুঁজতে উহানে হাজির WHO-র দল

নিজস্ব প্রতিবেদন- উহান থেকেই সারা বিশ্বে ছড়িয়েছিল Coronavirus. সেটা এখন প্রায় সবারই জানা। তবে সেই জানা তথ্যের ভিতরেও অনেক গোপন দিক রয়েছে। যেমন এই ভাইরাসের উত্পত্তি, কীভাবে ছড়াতে শুরু করেছিল মারণ ভাইরাস! উহানই কি করোনার উত্সস্থল! নাকি অন্য কোনও জায়গা থেকে উহানে এসেছিল এই ভাইরাস! এসব তথ্য খতিয়ে দেখতে উহানে পৌঁছেছে বিশ্ব স্বাস্থ্য় সংস্থার (WHO) দশ জনের একটি তদন্তকারী দল। চিন অবশ্য এই দলকে বারবার আটকানোর চেষ্টা করেছিল। ভিসা দিতেও দেরি করে চিন সরকার। তবে শেষমেশ এই দল উহানে পৌঁছেছে।

চিনের স্বাস্থ্য সংস্থা (NHC) জানিয়েছে, কয়েক মাস ধরে সেখানে করোনার নতুন কোনও সংক্রমণের খবর ছিল না। তবে ১২ জানুয়ারি ফের সেখানে ১১৫ জনের নতুন করে করোনা সংক্রমণ হয়েছে। তাঁদের মধ্যে ১০৭ জন স্থানীয়। বাকিরা বিদেশ থেকে চিনে এসেছে বলে জানানো হয়েছে। অগাস্ট মাসের পর চিনে একদিনে ১০০ জনের শরীরে সংক্রমণের খবর পাওয়া যায়নি। ফলে নতুন করে সংক্রমণ ছড়ানোর খবর চিনে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে। আমেরিকা বরাবর দাবি করে এসেছে, চিনের ল্যাব থেকে Corona ছড়িয়েছে। চিনের প্রশাসন অবশ্য বারবার এই দাবি নস্যাত্ করেছে।

আরও পড়ুন-  ১৩ মাসে পরপর দুবার ইমপিচমেন্টের মুখোমুখি ট্রাম্প, এরপর?

২০১৯-এর ডিসেম্বর মাসে উহানে প্রথম ছড়াতে শুরু করেছিল করোনা। তার পর সেই মারণ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়েছে। ভাইরাসের উত্স সন্ধানে বেশ কয়েকদিন উহানে গবেষণা চালাবেন হু-র তদন্তকারী দলের সদস্যরা। তবে তাঁদের আপাতত দুসপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে বলে খবর। WHO-র প্রধান Tedros Adhanom Ghebreyesus এর আগে অভিযোগ করেছিলেন, চিন সরকার তদন্তকারী দলকে উহানে যাওয়ার অনুমতি দিচ্ছে না। গত সপ্তাহেই এই দলের উহানে পৌঁছনোর কথা ছিল। তবে শেষ পর্যন্ত চিনের সরকার বাধা দেয়। 

.