করোনা রোধের ভ্যাকসিন নিলেন আরবের প্রধানমন্ত্রী
সংযুক্ত আরব আমিরশাহির প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন রশিদ আল মাখতুম এবং সহ-রাষ্ট্রপতি মঙ্গলবার কোভিড-১৯ রোধী ভ্যাকসিন নিলেন।
নিজস্ব প্রতিবেদন: সংযুক্ত আরব আমিরশাহির প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন রশিদ আল মাখতুম এবং সহ-রাষ্ট্রপতি মঙ্গলবার কোভিড-১৯ রোধী ভ্যাকসিন নিলেন। শেখ মহম্মদ টুইটারে কোভিড -১৯ ভ্যাকসিন নেওয়ার একটি মুহূর্তে ছবি শেয়ার করেছেন।
তিনি লিখেছেন, "আজ কোভিড -১৯ ভ্যাকসিন গ্রহণের সময়। আমরা সকলের সুরক্ষা এবং সুস্বাস্থ্যের কামনা করছি এবং আমাদের দল যাঁরা আরবে ভ্যাকসিনটি উপলভ্য করার জন্য নিরলস পরিশ্রম করেছে তার জন্য আমরা গর্বিত।"
While receiving the COVID-19 vaccine today. We wish everyone safety and great health, and we are proud of our teams who have worked relentlessly to make the vaccine available in the UAE. The future will always be better in the UAE. pic.twitter.com/Rky5iqgfdg
— HH Sheikh Mohammed (@HHShkMohd) November 3, 2020
কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসা স্বাস্থ্যকর্মীদের রক্ষা ও তাদের সুরক্ষা সুনিশ্চিত করার পদক্ষেপের অঙ্গ হিসাবে আমিরশাহি জরুরি ভিত্তিতে ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে। ভ্যাকসিনের লাইসেন্স দেওয়ার পদ্ধতির দ্রুত রিভিউ করার যে আইন, নিয়ন্ত্রণবিধি রয়েছে, তার সঙ্গে সম্পূর্ণ তাল রেখেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে।