রাজতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ, জরুরি অবস্থা ব্যাঙ্ককে
থাইল্যান্ডে ব্যাহত তরুণের স্বপ্ন
![রাজতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ, জরুরি অবস্থা ব্যাঙ্ককে রাজতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ, জরুরি অবস্থা ব্যাঙ্ককে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/10/15/281595-thai.jpg)
নিজস্ব প্রতিবেদন: থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে চলছে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি। তরুণ শিক্ষার্থীরাই মূলত এই আন্দোলনের কেন্দ্রে রয়েছেন।
মূলত শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত গণতন্ত্রবাদী এই আন্দোলনকারীদের দাবি, থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং রাজার ক্ষমতা কমাতে হবে।
এদিকে আন্দোলনকারীদের থামানোর লক্ষ্যে থাই সরকার ব্যাঙ্ককে জরুরি অবস্থা জারির আদেশ দিয়েছে। বড় কোনও সমাবেশের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জরুরি পদক্ষেপ প্রয়োজন। বৃহস্পতিবার সকালে পুলিশ ৩ গুরুত্বপূর্ণ নেতা-সহ ২০ জন আন্দোলনকারীকে গ্রেফতার করেছে। তবে তাঁদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
থাইল্যান্ডের রাজতন্ত্রের বিরুদ্ধে গণবিক্ষোভ প্রথম প্রকাশ্যে আসে অবশ্য অগস্ট মাসে। তখনই সেখানকার প্রথাগত ধারার সংস্কারের দাবি তোলা হয়েছিল।
আরও পড়ুন: বিশ্বে কি শত্রু বাড়াচ্ছে চিন!