আফগান পুলিসের সদর দফতরে তালিবানি হামলা

এবার তালিবান জঙ্গিদের নিশানায় পড়ল আফগানিস্তান পুলিসের সদর দফতর। সোমবার সকালে কাবুল ট্রাফিক পুলিসের সদর দফতরে আচমকাই হামলা চালায় তালিবান জঙ্গিরা। এই হামলায় একজন পুলিস কর্মী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হয়ে আরও ১৬ জন পুলিস কর্মী। হামলাকারী দুই তালিবান জঙ্গিও মারা গেছে বলে দাবি করেছে আফগান পুলিস।

Updated By: Jan 21, 2013, 05:42 PM IST

এবার তালিবান জঙ্গিদের নিশানায় পড়ল আফগানিস্তান পুলিসের সদর দফতর। সোমবার সকালে কাবুল ট্রাফিক পুলিসের সদর দফতরে আচমকাই হামলা চালায় তালিবান জঙ্গিরা। এই হামলায় একজন পুলিস কর্মী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হয়ে আরও ১৬ জন পুলিস কর্মী। হামলাকারী দুই তালিবান জঙ্গিও মারা গেছে বলে দাবি করেছে আফগান পুলিস।
প্রত্যক্ষদর্শীর কথা অনুযায়ী সোমবার ভোর ৫.৫০টা নাগাদ ট্রাফিক পুলিসের সদর দফতরের সামনে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এরপরই ঝাঁকেঝাঁকে গুলি ছোঁড়া হতে থাকে ট্রাফিক পুলিসের সদর দফতরে। দুই হামলাকারী ট্রাফিক পুলিসের সদর দফতরে ঢুকে দখল করার চেষ্টাও চালায় বলে খবর।

.