ইয়েমেনে পুলিস অ্যাকাডেমির সামনে গাড়ি বোমা বিস্ফোরণে হত ৫০
ইয়েমেনের রাজধানী সানায় গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ৫০ জনের। জখম হয়েছেন বহু। সানার পুলিস অ্যাকাডেমির বাইরে বুধবার এই বিস্ফোরণ হয়। পাশেই সানার সেন্ট্রাল ব্যাঙ্ক, এবং প্রতিক্ষা মন্ত্রকের সদর দফতর।
সকাল ৭টা নাগাদ কয়েকশ মানুষ পুলিস অ্যাকাডেমিতে নাম লেখানোর জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান সেই লাইনের পাশেই হঠাত্ একটি বিস্ফোরণ হয়। লাইনে দাড়ানো পুলিসকর্মীরা ছাড়াও স্থানীয় কিছু মানুষের মৃত্যু হয়েছে। মোট ৩টি হাসপাতালে ১০০ জন আহত মানুষকে ভর্তি করা হয়।
এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় নেয়নি। তবে মনে করা হচ্ছে আলকায়দার কোনও গোষ্ঠীই এই হামলা করেছে। এই ধরণের হামলা ইয়েমেনের নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর আগেও বহুবার ঘটিয়েছে আলকায়েদা। হামলা হয়েছে ইয়েমেনের সেনার উপরেও। গত সপ্তাহেও জঙ্গি হামলায় উনপঞ্চাশ জনের মৃত্যু হয়েছিল ইয়েমেনে।