মার্কিন মুলুকে ফের খুন ভারতীয় তথ্যপ্রযুক্তি ছাত্র

Updated By: Sep 2, 2017, 10:43 PM IST
মার্কিন মুলুকে ফের খুন ভারতীয় তথ্যপ্রযুক্তি ছাত্র
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ জোটেনি। সেই রাগে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং-এর এক শিখ ছাত্রকে ছুরি মেরে খুন করল এক মার্কিন ছাত্র। ২৮ অগাস্ট ঘটনাটি ঘটেছে ওয়াশিংটন স্টেটে। এই নিয়ে মার্কিন মুলুকে গত দু'মাসে দু'জন শিখ ছাত্র খুন হলেন। নিহত ছাত্রের নাম গগনদীপ সিং। বয়স ২২ বছর।

আরও পড়ুন- ভারতে আমেরিকার পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন কেনেথ জাস্টার

পড়াশোনার পাশাপাশি গগনদীপ ট্যাক্সিও চালাতেন। বিমানবন্দর থেকে তাঁর ট্যাক্সিতে ওঠেন আততায়ী জ্যাকব কোলম্যান। গোনজাগা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য গগনদীপের ট্যাক্সিকে বাইরে দাঁড় করিয়ে রাখেন। কিন্তু, কোলম্যান জানতে পারেন তাঁর আবেদনপত্র জমাই পড়েনি। গগনদীপের ট্যাক্সিতে ফেরার সময় কোলম্যান জানতে পারেন গগন ভালো জায়গায় পড়াশোনার করছে। এরপরই রাগের মাথায় গগনকে খুন করে কোলম্যান। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

.