ফের গুলি আমেরিকায়, মৃত ১

আমেরিকায় উইসকনসিনে গুলি চলল এক ধর্মস্থানে। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন কুড়ি জন। জানা গিয়েছে, ওক ক্রিক অঞ্চলের ওই ধর্মস্থানের ভিতরে এখনও আটকে রয়েছেন একশো জনেরও বেশি মানুষ। অজ্ঞাতপরিচয় দুই বন্দুকধারী তাঁদের পণবন্দি করে রেখেছে বলে মনে করা হচ্ছে।

Updated By: Aug 5, 2012, 11:43 PM IST

আমেরিকায় উইসকনসিনে গুলি চলল এক ধর্মস্থানে। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন কুড়ি জন। জানা গিয়েছে, ওক ক্রিক অঞ্চলের ওই ধর্মস্থানের ভিতরে এখনও আটকে রয়েছেন একশো জনেরও বেশি মানুষ। অজ্ঞাতপরিচয় দুই বন্দুকধারী তাঁদের পণবন্দি করে রেখেছে বলে মনে করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দুকবাজদের মধ্যে একজনের কাছে তাঁরা দুটি হ্যান্ডগান দেখেছেন।  স্থানীয় সময় সকাল এগারোটা নাগাদ এই ঘটনা ঘটে। পুলিস ইতিমধ্যে এলাকা ঘিরে ফেলেছে। সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সাধারণ মানুষকে। দুই বন্দুকবাজ ধর্মস্থানের ভিতরেই রয়েছে বলে জানা গিয়েছে। এবিষয়ে ইতিমধ্যে আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণা।

.