দুই মেয়েকে বাঁচাতে ছেলেকে বিক্রির চেষ্টা মায়ের
Updated By: Jan 6, 2015, 06:53 PM IST
ছবি-মিরর ডট ইউকে-র সৌজন্যে।
ওয়েব ডেস্ক: দুই যমজ মেয়ের আক্রান্ত মারণরোগে। দরকার অনেক অনেক টাকার। আর তাই নিজের একমাত্র ছেলেকেই বিক্রি করতে রাস্তায় বসে পড়ল মা। এমনই ঘটনা ঘটেছে চিনে। ফুটপাতে বসে ছেলেকে নিলামে তুলে মায়ের কাতর আবেদন আরও দর ওঠান, আমার অনেক টাকা চাই। ২৯ বছরের সেই অসহায় মায়ের নাম মেং ঝিয়াংইয়াং।
মেংয়ের দুই যমজ কন্যা তীব্র লিউকেমিয়ায় আক্রান্ত। কাঁদাতে কাঁদতে মা বললেন, ''ছেলেকে বিক্রি করা ছাড়া আমার কোনও উপায় নেই। কারণ বিক্রি করলেও ও বেঁচে থাকবে, কিন্তু চিকিত্সা না পেলে মেয়েরা বাঁচবে না।'
'গত বছর অগাস্টে মেংয়ের দুই মেয়ের লিউকেমিয়া ধরা পড়ে। এরপর আত্মীয়, বন্ধুর কাছে সব সাহায্য পাওয়ার পর নিজের বাড়িও বিক্রি করে দেন দম্পতি। কিন্তু তাতেও চিকিত্সার খরচ কোলানো যাচ্ছে না। তাই বাধ্য হয়েই ছেলেকে বিক্রির সিদ্ধান্ত নেন মেং।
Tags: