Nahid Islam: ইউনূসকে সরাতে গোকুলে বাড়ছে ছাত্ররাই! ২৮ তারিখই উলটো কাউন্টডাউন শুরু ওপারে?

Bangladesh: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল বাংলাদেশের বুকে গঠন হতে চলেছে। সেই দলের রাশ নাহিদ ইসলামের হাতেই থাকবে বলে মনে করা হচ্ছে।  

Updated By: Feb 25, 2025, 05:37 PM IST
Nahid Islam: ইউনূসকে সরাতে গোকুলে বাড়ছে ছাত্ররাই! ২৮ তারিখই উলটো কাউন্টডাউন শুরু ওপারে?
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বদলের বাংলাদেশে যে একের পর সমস্যা মহম্মদ ইউনূস (Muhammad Yunus)। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন নাহিদ ইসলাম (Nahid Ishlam)। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ নাহিদ। ছাত্র নেতার বক্তব্য, 'গণ-অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে পদত্যাগ করেছি।'

আরও পড়ুন, Bangladesh: ফের বদলের ঝোঁকে উত্তপ্ত বাংলাদেশ! আতঙ্কিত সেনাপ্রধান বললেন, এবার স্বাধীনতা বিপন্ন হবে...

তিনি আরও বলেন, গণ-অভুত্থানে অংশগ্রহণকারী শক্তিকে সংহত করতে আমি মনে করেছি সরকারের চেয়ে সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে।  বাংলাদেশে বিএনপি থেকে শুরু করে আরও অন্যান্য দলগুলি নির্বাচন করার জন্য অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াচ্ছে। এ অবস্থায় নতুন দল গড়তে চলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দলের মুখ হতে চলেছে নাহিদ। আগামী ২৮ তারিখ বিকেল ৩ টায় মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন দল আত্মপ্রকাশ করবে ও শপথ নেবে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে পদত্যাগপত্রে নাহিদ ইসলাম লিখেছেন, 'আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। প্রথমেই আমি জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহত সহযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের পরে ছাত্র-জনতার আহ্বানে সাড়া দিয়ে পরিবর্তিত নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব গ্রহণ করার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। বৈষম্যহীন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে আপনার নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদে আমাকে সুযোগ দানের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।'

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর তিন দিনের মাথায় ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাক্তন সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

আরও পড়ুন, City Killer 2024 YR4 Asteroid: গ্রহাণুর আগুনে পুড়বে মানবসভ্যতা? শুনুন, বীভৎস 'সিটি কিলার' নিয়ে লেটেস্ট কী বলল নাসা...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.