চিন - পাকিস্তান অর্থনৈতিক করিডরে বিনিয়োগ করবে সৌদি আরব
Updated By: Sep 22, 2017, 05:07 PM IST
![চিন - পাকিস্তান অর্থনৈতিক করিডরে বিনিয়োগ করবে সৌদি আরব চিন - পাকিস্তান অর্থনৈতিক করিডরে বিনিয়োগ করবে সৌদি আরব](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/09/22/94315-saudi111.jpg)
ওয়েব ডেস্ক: চিন - পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পে যোগ দেবে সৌদি আরব। পাকিস্তানি সংবাদমাধ্যম জং গোষ্ঠীকে শুক্রবার দেওয়া এক সাক্ষাত্কারে এমনটাই দাবি করেছেন পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নওয়াফ সইদ আহমেদ আল মালিকি।
মালিকি জানিয়েছেন, পাকিস্তানের গদর বন্দরে বিনিয়োগ করবে সৌদি আরব। তাঁর কথায়, সৌদি আরবের উন্নয়নে অবদান রয়েছে সেদেশে প্রবাসী ৩০ লক্ষ পাকিস্তানির। তেমনই পাকিস্তানের উন্নয়নে অবদান রাখতে চায় সৌদি আরব।
আরও পড়ুন - নজর রাখছে দল, মুকুল নিয়ে মুখ খুললেন পার্থ
চিন - পাকিস্তান অর্থনৈতিক করিডর নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক মঞ্চে আপত্তি জানিয়েছে ভারত। ভারতের অভিযোগ, পাক অধিকৃত কাশ্মীরের ওপর দিয়ে এই করিডর যাওয়ায় কার্যত ভারতের সার্বভৌমত্বের ওপর প্রশ্ন তুলে দিচ্ছে চিন। পালটা জবাবে চিন জানিয়েছে, এমন কোনও উদ্দেশ্য নেই তাদের।