জঙ্গিদের রাশিয়ার মাটি থেকে মুছে ফেলেই শেষ হবে লড়াই: পুতিন

রাশিয়ার মাটি থেকে জঙ্গিদের মুছে না ফেলা পর্যন্ত সরকার লড়াই চালিয়ে যাবে। রাশিয়ার জোড়া বিস্ফোরণের কাণ্ডের নিন্দা করে এমনটাই বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ আহতদের দেখতে হাসপাতালে যান তিনি। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি। চেচেন জঙ্গি ডকু ওমারভ এই বিস্ফোরণের মাস্টারমাইন্ড বলে মনে করা হচ্ছে। আসন্ন সোচি অলিম্পিক পণ্ড করতেই এই হামলা বলে মনে করছে প্রশাসন। বিস্ফোরণের আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারেনি দক্ষিণ রাশিয়ার ভলগোগ্রাদ।

Updated By: Jan 2, 2014, 12:10 AM IST

রাশিয়ার মাটি থেকে জঙ্গিদের মুছে না ফেলা পর্যন্ত সরকার লড়াই চালিয়ে যাবে। রাশিয়ার জোড়া বিস্ফোরণের কাণ্ডের নিন্দা করে এমনটাই বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ আহতদের দেখতে হাসপাতালে যান তিনি। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি। চেচেন জঙ্গি ডকু ওমারভ এই বিস্ফোরণের মাস্টারমাইন্ড বলে মনে করা হচ্ছে। আসন্ন সোচি অলিম্পিক পণ্ড করতেই এই হামলা বলে মনে করছে প্রশাসন। বিস্ফোরণের আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারেনি দক্ষিণ রাশিয়ার ভলগোগ্রাদ।

চব্বিশ ঘণ্টার ব্যবধানে দু দুটি বিস্ফোরণের ভয়াবহতা তাড়া করছে বাসিন্দাদের। নতুন বছরের আনন্দেও তাই বিষাদের ছায়া। বর্ষবরণের উত্‍সব জৌলুস হারিয়েছে। রেড স্কোয়ার জুড়ে ছিল নিরাপত্তার অত্যন্ত কড়াকড়ি। নতুন বছরের প্রথম দিনেই আহতদের পাশে দাঁড়াতে ভলভোগ্রাদ যান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আহতদের দেখতে হাসপাতাল যান তিনি। জঙ্গিদের কড়া বার্তা দিয়ে প্রেসিডেন্ট বলেছেন জঙ্গিদের নিশ্চিহ্ন করা পর্যন্ত সরকার লড়ে যাবে।রাশিয়াকে নিরাপদ রাখতে সব ধরনের ব্যবস্থা নেবে রাশিয়া প্রশাসন।

এই বিস্ফোরণের পিছনে কাদের হাত রয়েছে তা এখনও স্পষ্ট নয়। কোনও জঙ্গি সংগঠন দায় স্বীকার করেনি। কিন্তু, কেন দুমাসে এতবার নাশকতার নিশানায় ভলগোগ্রাদ? ছ-সপ্তাহ পরেই মস্কোর কাছে সোচিতে শুরু হবে শীতকালীন অলিম্পিক। মনে করা হচ্ছে, তার আগে আতঙ্ক ছড়াতেই এই বিস্ফোরণ। সন্দেহের তালিকায় উঠে এসেছে চেচেন জঙ্গি ডকু ওমারভের নাম। কারণ জুলাই মাসে সোচি অলিম্পিকের নিন্দা করে, তা বন্ধের দাবি তুলেছিলেন ডকু ওমারভ। অলিম্পিক ভণ্ডুল করতে সাধারণ মানুষকে নিশানা করে হামলা চালানোর হুমকিও দিয়েছিল ওই জঙ্গি। ফলে চেচেন জঙ্গি ডকু ওমারভ রয়েছেন সন্দেহের তালিকার শীর্ষে। অন্য সম্ভাবনাও অবশ্যখতিয়ে দেখছেন গোয়েন্দারা।

.