গোলাপী বালির সমুদ্র সৈকত
Updated By: Apr 28, 2016, 07:52 PM IST
![গোলাপী বালির সমুদ্র সৈকত গোলাপী বালির সমুদ্র সৈকত](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/04/28/54352-8pinkbeach.jpg)
ওয়েব ডেস্ক: ধূসর কিংবা সাদা রঙের বালি নয়, গোলাপী বালির সমুদ্র সৈকতে শরীর এলিয়ে দিয়ে স্রোতকে নিজের গায়ে মেখে নিতে পারবেন একমাত্র বাহামাতে।
হ্যাঁ। বাহামার গোলাপী বালির সমুদ্র সৈকত বিশ্বের শ্রেষ্ঠ সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি অন্যতম । শান্ত নিঝুম সমুদ্র সৈকত আর প্রকৃতির অপরূপ শোভা উপভোগ করতে হলিউডের আনাগোনা এখানে সারাক্ষণ। রবিন উইলিয়াম, সুসান সারানডন, কিথ রিচার্ডের মত হলিউড তারকাদের কাছে গোলাপী সমুদ্র সৈকত 'সেকেন্ড হোম'। সেপ্টেম্বর থেকে মে, এই সময়েই পর্যটকদের আনাগোনা এখানে সবথেকে বেশি। আমেরিকা কিংবা লন্ডন থেকে বাহামার এই সমুদ্র সৈকতে আসা সব থেকে সহজ।