মোদীর শপথে শরিফ- চটেছেন সঈদ,মিশ্র প্রতিক্রিয়া পাকিস্তানে

মোদীর শপথে শরিফ- চটেছেন সঈদ,মিশ্র প্রতিক্রিয়া পাকিস্তানে

Updated By: May 25, 2014, 12:23 PM IST

নওয়াজ শরিফের ভারতে সফরে খুশি নন জঙ্গিগোষ্ঠী লস্কর-এ-তৈবা প্রধান হাফিজ মহম্মদ সঈদ। মুম্বই হামলার মূল যড়যন্ত্রকারী সঈদের দাবি, মোদীর মতো গোঁড়া হিন্দুত্ববাদীর সঙ্গে আলোচনায় বসে পাকিস্তানের কোনও লাভ হবে না।

তাঁর মতে, মোদীর আমন্ত্রণ গ্রহণের আগে, কাশ্মীর ইস্যুতে বিজেপির অবস্থান কী তা জেনে নেওয়া উচিত ছিল শরিফের। তারপর সকলের সঙ্গে পরামর্শ করেই ভারতে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারতেন তিনি। আঠারো কোটি পাকিস্তানির বিষয়ে শরিফ একা সিদ্ধান্ত নিতে পারেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন হাফিজ সঈদ।

তবে সঈদ একা নন পাকিস্তানের বেশ কিছু মৌলাবাদী সংগঠন মোদীর শপথে শরিফের উপস্থিতি নিয়ে বিরোধিতা করছে। অবশ্য পাকিস্তানের অনেকেই শরিফের ভারত সফরকে স্বাগত জানিয়েছেন।

.