পাকিস্তানে ফাঁসি আরও ৪ জঙ্গির
পাকিস্তানে রবিবার ফাঁসি হল আরও ৪ জঙ্গির। প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফের উপর হামলায় জড়িত ছিল এই ৪ জঙ্গি। রবিবার পাকিস্তানের পাঞ্জাবে এই ৪জনের ফাঁসি হয়।
![পাকিস্তানে ফাঁসি আরও ৪ জঙ্গির পাকিস্তানে ফাঁসি আরও ৪ জঙ্গির](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/12/21/32837-pakistan.jpg)
ইসলামাবাদ: পাকিস্তানে রবিবার ফাঁসি হল আরও ৪ জঙ্গির। প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফের উপর হামলায় জড়িত ছিল এই ৪ জঙ্গি। রবিবার পাকিস্তানের পাঞ্জাবে এই ৪জনের ফাঁসি হয়।
শনিবার গভীর রাতে জুবের আহমেদ, রশিদ কুরেশি ও গুলাম সারওয়ার ভাট্টি ও রাশিয়ার নাগরিক আখলেক আহমেদকে ফইসলাবাদের সেন্ট্রাল জেল থেকে সরিয়ে অন্য জেলে নিয়ে আসা হয়।
গত সপ্তাহে পেশোয়ারে সেনা স্কুলে তালিবানি জঙ্গি হানায় ১৪০ জন শিশুর মৃত্যুর পর জঙ্গিদের শাস্তি নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া শুরু করে পাকিস্তান।
শুক্রবার দুই প্রাক্তন সেনার ফাঁসি হয়েছে ফইসলাবাদে।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনার সদরদফতরে ২০০৯ সালে হামলার সঙ্গে জড়িত ছিল এক জঙ্গি। অন্যজন, ২০০৩ সালে মুশরফকে খুন করার চেষ্টা করে।