ঋণ করার ক্ষেত্রে পুরনো সব রেকর্ড ভেঙে ফেলল ইমরান খান সরকার

পাক স্টেট ব্যাঙ্কের তরফে টাকা ধার করার একটি হিসেব দেওয়া হয়েছে। সেই পরিসংখ্যান পাঠানো হয়েছে ইমরান খানের দফতরে

Updated By: Oct 9, 2019, 06:48 PM IST
ঋণ করার ক্ষেত্রে পুরনো সব রেকর্ড ভেঙে ফেলল ইমরান খান সরকার

নিজস্ব প্রতিবেদন: দেশের অর্থনীতিকে বাঁচাতে গোটা দুনিয়ায় দৌড়ে বেড়াচ্ছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বিপুল ঋণের চাপে নাজেহাল গোটা দেশ। এর মধ্যেই চমকে দেওয়ার মতো তথ্য দিল পাকিস্তান স্টেট ব্যাঙ্ক।

আরও পড়ুন-কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর! দীপাবলির আগে আরও ৫ শতাংশ বাড়ল মহার্ঘ ভাতা

পাক স্টেট ব্যাঙ্কের তরফে টাকা ধার করার একটি হিসেব দেওয়া হয়েছে। সেই পরিসংখ্যান পাঠানো হয়েছে ইমরান খানের দফতরে। তাতে দেশের লোকের চোখ কপালে ওঠার জোগাড়।

ওই পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ সালের অগাস্ট থেকে এ বছর অগাস্ট পর্যন্ত দেশ থেকে ২৮০৪০০ কোটি টাকা ধার করেছে পাকিস্তান। অন্যাদিকে বিদেশ থেকে ধরা করা হয়েছে ৪৭০৫০০ কোটি টাকা। মোট ৭৫০৯০০ কোটি টাকা। এই বিপুল ঋণের পরিমাণ ভেঙে দিয়েছে পুরনো সব রেকর্ড।

আরও পড়ুন-CBI-এর হাতে থাকা গোপন তথ্য ফাঁস করলেন ম্যাথু, মুকুলের গ্রেফতারি নিয়ে শুরু জল্পনা

এদিকে ব্যাঙ্কের ওই পরিসংখ্যানে বলা হয়েছে এ বছরে প্রথম চার মাসে কর আদায় হয়েছে মোট ৯৬০০০ কোটি টাকা। কিন্তু লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ কোটি টাকা। ফলে পাহাড় প্রমাণ ঘাটতির বোঝা নিয়ে হাঁটছে পাকিস্তান।

.