Bangladesh: সংখ্যালঘুদের আন্দোলন থামাতে বড় পদক্ষেপ! বাংলাদেশে হিন্দু নেতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
Bangladesh: চিন্ময় দাস ছাড়াও আরও ১৮ জনের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করা হয়েছে। দেশের হিন্দু সংগঠনগুলির দাবি, তাদের সংগঠনের মাথাদের জেলে পুরো আন্দোলন খতম করতে চাইছে সরকার
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপরে আক্রমণ শুরু হয়। হামলা করা হয় তাদের ধর্মীয়স্থানের উপরেও। এর প্রতিবাদে ও দেশে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ দেখান একাধিক হিন্দু সংগঠন। এবার সেরকমই এক হিন্দু সংঘঠনের সাধু চিন্ময় দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে দেশদ্রাহিতার অভিযোগে মামলা হল চট্টগ্রামে।
আরও পড়ুন-'বাতের সমস্যা আছে', জেলে ম্যাট্রেস দেওয়ার আবেদন সন্দীপের!
চিন্ময় দাস ছাড়াও আরও ১৮ জনের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করা হয়েছে। দেশের হিন্দু সংগঠনগুলির দাবি, তাদের সংগঠনের মাথাদের জেলে পুরো আন্দোলন খতম করতে চাইছে সরকার।
কেন চিন্ময়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা? জানা যাচ্ছে চট্টগ্রামে গত ২৫ অক্টোবর আন্দোলনের সময়ে বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা তোলা হয়। তাতেই চিন্ময়ের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যক্তি। তবে হিন্দু সংগঠনগুলির দাবি, যে পতাকার কথা বলা হচ্ছে সেটি বাংলাদেশের জাতীয় পতাকা নয় বরং সেটি একটি ইসলামি পতাকা।
বাংলাদেশের পুন্ডরিক ধামের প্রেসিডেন্ট পদ রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। সংবাদমাধ্যমে চিন্ময় বলেন, যে ১৮ জনের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করা হয়েছে সেইসব মামলা তোলার জন্য সময়সীমা দেওয়া হয়েছে সরকারকে। পাশাপাশি সরকারের কাছে ৮ দফা দাবিও করা হয়েছে। ওইসব দাবির মধ্যে রয়েছে, যারা বাংলাদেশের সংখ্য়ালঘুদের উপরে হামলা করছে তাদের শাস্তি দিতে ট্রাইবুন্যাল গঠন করতে হবে, সংখ্যালঘুদের রক্ষায় আইন আনতে হবে। তৈরি করতে হবে একটি সংখ্যালঘু মন্ত্রক।
গত ৩০ অক্টোবর চিন্ময়ের বিরুদ্ধে চট্টগ্রাম কোতওয়ালি থানার মামলা রুজু করেন ফিরোজ খান নামে এক ব্যক্তি। তিনি বিএনপির একজন নেতা। চিন্ময় দাস বলেন, আমাদের ৮ দফা দাবিকে শেষ করে দিতে ওই দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)