দেশ শাসন নয় নতুন ভারত গড়ার ভার দিয়েছে জনগণ, প্যারিসে অনাবাসী ভারতীয়দের বললেন মোদী
কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের প্রসঙ্গে টেনে এনে প্রধানমন্ত্রী বলেন, ভারতে ৭০ বছর কেটে গেল ‘অস্থায়ী’ কিছু ব্যবস্থা তুলতে গিয়ে
নিজস্ব প্রতিবেদন: দুর্নীতির বিরুদ্ধে লড়াই, একাধিক সংস্কার কর্মসূচি কিংবা ৩৭০ ধারা-প্রতিটি ইস্যুতেই প্যারিসে অনাবাসী ভারতীয়দের প্রশংসা কুড়িয়ে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভিড়ঠাসা অডিটোরিয়ামে মোদী মোদী স্লোগানের মধ্যে প্যারিসে অনাবাসী ভারতীয়দের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দেশে শাসন করতেই শুধুমাত্র মানুষ আমাদের ক্ষমতায় আনেনি। বরং নতুন ভারত গড়ার ভার দিয়েছে জনগণ।
#WATCH 'Modi...Modi,' chants during Prime Minister Narendra Modi's address to the Indian community at UNESCO Headquarters in Paris, France. pic.twitter.com/jzydmUkMwk
— ANI (@ANI) August 23, 2019
আরও পড়ুন-আরও দু’দিন সিবিআই হেফাজতেই চিদম্বরম, INX দুর্নীতি মামলায় পরবর্তি শুনানি সোমবার
বৃহস্পতিবার জি-৭ বৈঠকে যোগ দিতে ফ্রান্সে গিয়েছেন প্রধানমন্ত্রী। কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করার পর এই সফরকে বড় করেই দেখেছে ভারত। এদিন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাকরেঁর সঙ্গে দেড় ঘণ্টা বৈঠক করেন মোদী। সেখানে ফরাসি প্রেসিডেন্ট জানিয়ে দেন, কাশ্মীর সমস্যার সমাধান হবে দ্বিপাক্ষিক পর্যায়ে। তৃতীয়পক্ষের কোনও জায়গা সেখানে নেই।
PM Narendra Modi in Paris: I was told that Ganesh Mahotsav has become an important part of Paris's cultural calendar. On this day Paris looks like a mini India, which means in some days we will hear 'Ganpati Bappa Morya' chants here as well pic.twitter.com/cXwtUbwYa0
— ANI (@ANI) August 23, 2019
আরও পড়ুন-বিয়ের পরেও ঘরে নেয়নি প্রেমিক, স্ত্রীর মর্যাদার দাবিতে শ্বশুরবাড়ি এসে ধরনায় বসলেন যুবতী
অনাবাসী ভারতীয়দের সমাবেশে সভায় মোদী শুক্রবার বলেন, ফুটবলের দেশে ফ্রান্সে আপনারা গোল-এর মর্যাদা বোঝেন। গোলই হল চরম লক্ষ্য। গত ৫ বছরে ভারতে আমরা গোল ঠিক করে নিয়েছিলাম। আগে এই লক্ষ্যমাত্রায় পৌঁছানোর বিষয়টি অসম্ভব বলে মনে করা হতো।
প্রধানমন্ত্রী বলেন, নতুন ভারতে সাধারণ মানুষের টাকা লুট, দুর্নীতি, স্বজনপোষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা আগে কখনও হয়নি। ক্ষমতায় আসার ৭৫ দিনের মধ্যে বেশ কয়েকটি কড়া পদক্ষেপ নিয়েছে সরকার। কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের প্রসঙ্গে টেনে এনে প্রধানমন্ত্রী বলেন, ভারতে ৭০ বছর কেটে গেল ‘অস্থায়ী’ কিছু ব্যবস্থা তুলতে গিয়ে।
আরও পড়ুন-চাকলা লোকনাথ মন্দিরে জ্যোতিপ্রিয়কে ঘিরে উঠল 'জয় শ্রী রাম' স্লোগান
প্যারিসে অনাবাসী ভারতীয়দের গণেণ চতুর্থী পালনের প্রসঙ্গও টেনে আনেন প্রধানমন্ত্রী। বলেন, আমাকে বলা হয়েছে প্যারিসের সংস্কৃতিতে গণেশ মহোত্সব একটি বড় জায়গা নিয়ে নিয়েছে। এদিন প্যারিস মিনি ভারতের রূপ নিয়ে নেয়। অর্থাত্ একদিন প্যারিসের রাস্তাতেও ‘গণপতি বাপ্পা মরিয়া’ ধ্বনি শোনা যাবে।