সূর্যগ্রহণের সাক্ষী হল বিশ্ব, আপনি দেখলেন?

সূর্যগ্রহণের সাক্ষী হল বিশ্ব। এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের হাজার-হাজার মানুষ বিভিন্ন স্থান থেকে সূর্যগ্রহণ দেখেছে। ইন্দোনেশিয়ার কিছু দ্বীপ থেকে দেখা গেল এই গ্রহণ। গ্রহণের সবথেকে বেশি অংশ দেখা যাবে আন্দামান নিকোবরে। পরবর্তী সূর্যগ্রহণের জন্য অপেক্ষা করতে হবে এক বছরেরও বেশি সময়। পরের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে ২১ আগস্ট, ২০১৭।

Updated By: Mar 9, 2016, 07:35 PM IST
সূর্যগ্রহণের সাক্ষী হল বিশ্ব, আপনি দেখলেন?

ওয়েব ডেস্ক: সূর্যগ্রহণের সাক্ষী হল বিশ্ব। এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের হাজার-হাজার মানুষ বিভিন্ন স্থান থেকে সূর্যগ্রহণ দেখেছে। ইন্দোনেশিয়ার কিছু দ্বীপ থেকে দেখা গেল এই গ্রহণ। গ্রহণের সবথেকে বেশি অংশ দেখা যাবে আন্দামান নিকোবরে। পরবর্তী সূর্যগ্রহণের জন্য অপেক্ষা করতে হবে এক বছরেরও বেশি সময়। পরের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে ২১ আগস্ট, ২০১৭।

স্থানীয় সময় ৬টা ১৯ মিনিটে সূর্যগ্রহণ শুরু হয়। ইন্দোনেশিয়ার কয়েকটি দ্বীপে সূর্য পুরোপুরি চাঁদের আড়ালে ঢাকা পড়ে যায়। ফলে দিনের শুরুতেই এসব এলাকায় রাত নেমে আসে।

দেখুন ভিডিও

 

মাবা, মালুকুসহ কয়েকটি দ্বীপে প্রায় তিন মিনিট পর্যন্ত অন্ধকার হয়ে ছিল। এছাড়া, অন্য এলাকাগুলোতে প্রায় দুই মিনিট পর্যন্ত অন্ধকার ছিল।

ইন্দোনেশিয়া ছাড়াও  চীন, দক্ষিণপূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, হাওয়াই, আলাস্কাসহ কয়েকটি দেশে আংশিক সূর্যগ্রহণ দেখা গিয়েছে।

 

.