জাপানি মেয়েদের বয়স বাড়ে না
Updated By: Feb 1, 2016, 08:24 PM IST
![জাপানি মেয়েদের বয়স বাড়ে না জাপানি মেয়েদের বয়স বাড়ে না](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/02/01/48764-japan1-2-16.jpg)
ওয়েব ডেস্কঃ রূপকথার পরীদের মতো যদি চিরজৌবনা হওয়া যেত কিংবা বয়সটা থমকে যেত ২০ বছরে, কি ভালোই না হত। কিন্তু রূপকথার গল্প তো আর সত্যি হয় না। জাপানে নাকি এমনি হয়। জাপানি মেয়েদের বয়স বাড়ে না, বাড়ে না ওজনও।
জাপানী মেয়েদের এই রহস্য ভেদের ৩ টি উপায়ঃ
শরীরচর্চা- নিজেদের ফিট রাখার সহজ মন্ত্র হলো শরীরচর্চা। সাইক্লিং হোক বা ওয়াকিং, নিয়মিত শরীরচর্চা কখনও বাদ পড়ে না জাপানি মেয়েদের রুটিন থেকে।
মিষ্টি থেকে দূরেঃ মিষ্টি থেকে সবসময়ই দূরত্ব বজায় রেখে চলেন জাপানি মেয়েরা। তাদের মেনু কার্ডে থাকে না কোনও ডেজার্ট।
ভারি জলখাবার, হাল্কা ডিনারঃ জাপানি মেয়েরা দিনের শুরুটা করেন ভারী জলখাবার দিয়ে। গ্রিন টি, স্যুপ থেকে শুরু করে ওমলেট, স্টিমড রাইস সবই থাকে জলখাবারে। তবে দিন শেষ করেন হাল্কা ডিনার দিয়ে।