ভয়াবহ বিমান দুর্ঘটনা ইরানে, হত ৬৬

ইরানের জাতীয় নিরাপত্তা এবং নীতি কমিশনের প্রধান আলাদিন বরুজেরদি জানিয়েছেন, রবিবার সকালে বিমান ছাড়ার বেশ কিছু ক্ষণ পর র্যাডার থেকে বিচ্ছন্ন হয়ে যায় আসেমান এয়ারলাইন্সের এটিআর বিমান।

Updated By: Feb 18, 2018, 02:54 PM IST
ভয়াবহ বিমান দুর্ঘটনা ইরানে, হত ৬৬
ছবি- রয়টার্স

নিজস্ব প্রতিবেদন: ৬৬ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল ইরানের একটি বিমান। ঘটনাটি ঘটে রবিবার ইরানের জাগরস পার্বত্য এলাকায়। এয়ারলাইনের কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের সব যাত্রীই মারা গিয়েছে। ইরানের জরুরি পরিষেবা বিষয়ক দফতর থেকে জানানো হয়, রাজধানী তেহেরান থেকে ইয়াসুজ যাচ্ছিল বিমানটি। মধ্য ইরানের ইসফাহান প্রদেশের দক্ষিণে ভেঙে পড়ে আসেমান এয়ারলাইন্স। বিমানে ছিলেন ৬০ জন যাত্রী-সহ ৬ কর্মী। যাত্রীদের মধ্যে এক শিশুও রয়েছে।

আরও পড়ুন- প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো, কম্পনের মাত্রা ৭.২

ইরানের জাতীয় নিরাপত্তা এবং নীতি কমিশনের প্রধান আলাদিন বরুজেরদি জানিয়েছেন, রবিবার সকালে বিমান ছাড়ার বেশ কিছু ক্ষণ পর যোগাযোগ বিচ্ছন্ন হয়ে যায় আসেমান এয়ারলাইন্সের এটিআর বিমান।

আরও পড়ুন- অবসাদেই কি অনর্থ? ফ্লোরিডা হত্যাকাণ্ডে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা

আলাদিন জানিয়েছেন প্রাথমিক অনুমান বিমানটি ধ্বংস হয়ে গিয়েছে। দুর্গম এলাকা হওয়ায় আকাশ পথে চালানো হচ্ছে উদ্ধারকার্য। সেখানে অ্যাম্বুল্যান্স পাঠানো যাচ্ছে না বলে জানিয়েছে প্রশাসন।

আরও পড়ুন- মাঝ আকাশে ভেঙে পড়ল বিমানের খোল, তবু বেঁচে ফিরলেন সব যাত্রীই

.