ইরানের আদালতে মার্কিন নাগরিকের মৃত্যদণ্ড
চরবৃত্তির জন্য এক প্রাক্তন মার্কিন সেনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিল ইরানের একটি আদালত।
চরবৃত্তির জন্য এক প্রাক্তন মার্কিন সেনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিল ইরানের একটি আদালত। ওই প্রাক্তন সেনার নাম আমির মিরজাই হেকমাতি। বয়স ২৮ বছর। সোমবার ইরানের একটি সংবাদ সংস্থায় প্রকাশিত খবর অনুযায়ী, মার্কিন গুপ্তচর বিভাগ সিআইএ-র হয়ে চরবৃত্তির অপরাধে হেকমাতিকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বিচারপতি জানিয়েছেন, শত্রুরাষ্ট্রের হয়ে চরবৃত্তি ও ইরানে সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত হেকমাতি।
আমেরিকায় বসবাসকারী একটি ইরানি পরিবারে জন্ম হেকমাতির। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান, দু-দেশেরই নাগরিকত্ব রয়েছে তাঁর। ইরানের গোয়েন্দা দফতরে সিআইএ-র হয়ে চরবৃত্তির জন্য গত বছর ডিসেম্বরে গ্রেফতার করা হয় হেকমাতিকে। ২৭ ডিসেম্বর শুনানিতে সরকারপক্ষের আইনজীবী আদালতে জানান, ইরানের গোয়েন্দা দফতরের গোপন নথিপত্র মার্কিন সেনার হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিল হেকমাতি। যদিও আমেরিকায় হেকমাতির পরিবারের দাবি, তিনি তাঁর বৃদ্ধ ঠাকুমাকে দেখার জন্যেই বারবার ইরান যেতেন। হেকমাতির মুক্তির দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রও।