Bangladesh:অশান্তির মাঝে ভারতকে বড় আশ্বাস দিল বাংলাদেশ!

Bangladesh: পদ্মপাড়ে অশান্তি। বাংলাদেশে 'আক্রান্ত' সংখ্যালঘুরা। মৌলবাদীদের টার্গেটে ইসকন? পড়শি দেশের সঙ্গে সুসম্পর্ক চাইলেও, বর্তমান পরিস্থিতি উদ্বিগ্ন দিল্লি। সোমবার ঢাকায় বাংলাদেশের সঙ্গে সচিব পর্যায়ের বৈঠকে যোগ দেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি।

Updated By: Dec 11, 2024, 11:46 PM IST
Bangladesh:অশান্তির মাঝে ভারতকে বড় আশ্বাস দিল বাংলাদেশ!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ঢাকা থেকে ফিরে এবার সংসদের বিদেশ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশের সঙ্গে বৈঠকে আলোচনা হল? বিদেশ সচিব জানিয়েছেন, ঢাকার বৈঠকে বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন এবং ভারত-বিদ্বেষ নিয়ে আলোচনা হয়েছে। সেদেশের বিদেশ সচিব মহাম্মদ জসিমউদ্দিন বলেছেন, সংখ্যালঘু নির্যাতন এবং ভারত-বিদ্বেষ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম 'তিল কে তাল' করছে। অপপ্রচার চলছে। তবে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে, বাংলাদেশ সরকার তা বন্ধ করতে তৎপর রয়েছে। সূত্রের খবর তেমনই।

আরও পড়ুন:  Bangladesh: বাংলাদেশে হিন্দু নির্যাতনের কথা কবুল করল ইউনূস সরকার, চাপে পড়ে গ্রেফতার ৭০

ঘটনাটি ঠিক কী? পদ্মপাড়ে অশান্তি। বাংলাদেশে 'আক্রান্ত' সংখ্যালঘুরা। মৌলবাদীদের টার্গেটে ইসকন? পড়শি দেশের সঙ্গে সুসম্পর্ক চাইলেও, বর্তমান পরিস্থিতি উদ্বিগ্ন দিল্লি। সোমবার ঢাকায় বাংলাদেশের সঙ্গে সচিব পর্যায়ের বৈঠকে যোগ দেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি।

বৈঠক শেষে বিদেশসচিব জানান, 'অত্যন্ত খোলামেলা, গঠনমূলক আলোচনা হয়েছে। আমি জোর দিয়ে বলেছি যে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক চায়। আমরা সব সময়-অতীতেও দেখেছি এবং আমরা ভবিষ্যতেও এই সম্পর্ককে একটি জনকেন্দ্রিক ও জনমুখী সম্পর্ক হিসেবে দেখব। যে সম্পর্কের কেন্দ্রে থাকবে সব মানুষের কল্যাণ'। 

ভারতীয় বিদেশ মন্ত্রক থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। তাদের ধর্মীয় স্থান ও সংস্কৃতির উপরে আঘাত হানার প্রতিবাদ করা হয়েছে ভারতের তরফে।

আরও পড়ুন:  Bangladesh: দূতাবাসে হামলার বদলা, আগরতলা 'দখল' নিতে ঢাকা থেকে বের হল বিশাল মিছিল

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.