দাঁত ভেঙে লিপ প্লেট বসানোর নিষ্ঠুর ছবি নিয়ে উত্তাল সাইবার দুনিয়া

দাঁত ভেঙে লিপ প্লেট বসানোর নিষ্ঠুর ছবি নিয়ে উত্তাল সাইবার দুনিয়া

Updated By: Apr 21, 2014, 12:14 PM IST

-------------------------------------------------
(ছবি সৌজন্যে-ডেইলি মেল)

দাঁত ভেঙে তার মধ্যে ডিস্ক (কিছুটা ক্রিকেট ব্যাটের মত দেখতে) ঢুকিয়ে নিচের অংশের ঠোঁট তার মধ্যে জডি়য়ে সুন্দর হওয়া। প্রচন্ড ব্যথা লাগলেও মোটা অঙ্কের পণ পাওয়ার জন্য এটা করতেই হয়। আফ্রিকার দারিদ্রক্লিস্ট দেশ ইথিওপিয়ার সুরি নামক এক জনজাতি গোষ্ঠীর এই হল সংস্কার। বয়ঃসন্ধিকালে এক অনুষ্ঠানের মাধ্যমে খুব জোরে মেয়েদের বেশীরভাগ দাঁত ভেঙে দেওয়া হয়। রক্ত ভেসে যাওয়া অবস্থাতেই এরপর ক্রিকেট ব্যাটের মত দেখতে একটা জিনিস সেখান থেকে বের করা হয় (ছবিতে)।

একে বলা হয় লিপ প্লেট। যে মেয়ের লিপ প্লেট যত বড় হবে, বিয়েতে তার বাবা-মা তত পণ পাবে। পণ হিসাবে মেলে গরু। সেই লোভে মেয়ের অসহ্য যন্ত্রণাতেও বাবা-মা বেশ খুশিই হয়। এই উপজাতির ছেলেদর অবশ্য এতটা কষ্ট করতে হয় না। শরীরের ছুঁচের মাধ্যমে রঙ মাখলেই বিবাহ যোগ্য হয়ে যায় ছেলেরা। আর মেয়েদের সহ্য করতে হয় অসহ্য যন্ত্রণা, বদলে মেলে লিপ প্লেট আর পণ।

ইথিওপিয়ার সুরি উপজাতির এমন খবর ও ছবি প্রকাশ পাওয়ার পরই গোটা সাইবার দুনিয়া উত্তাল। ফেসবুক থেকে টুইটার, ইনস্টাগ্রাম থেকে অকর্টু সবেতেই এই ছবি দেদার শেয়ার হচ্ছে। সঙ্গে প্রতিবাদও হচ্ছে। এমনও শোনা যাচ্ছে সুরি উপজাতির নব প্রজন্ম নাকি এই রীতির বিরোধিতা করছে।
(এই খবরটি প্রকাশিত হয়েছে ইংল্যান্ডের বিভিন্ন জনপ্রিয় দৈনিকে।)

সেইসব নিউজপেপার রিপোর্টে যা বলা হয়েছে নিচে এক নজর তা লেখা হল--

Suri tribe girls have bottom two teeth removed when they hit puberty

A small disc is then inserted into lower lip and size slowly increased

The larger the disc the more cows father given in dowry when she marries

It may look odd to us, but in the Ethiopian Suri tribe, this enormous lip plate is actually a sign of beauty.

When girls hit puberty they have their bottom two teeth removed in a bizarre ritual before a small hole is cut into their bottom lip.

A clay disc is then inserted into the hole, which is steadily increased, stretching the lip, much like flesh-tunnel piercings which have become popular with teenagers in the UK.

The larger the lip plate the more cows the girl`s father can demand in dowry when his daughter is married - usually 40 for a small plate and 60 for a larger one.

Men on the other hand take part in the considerably less-painful ritual of body painting.

A basic paint is made from herbs and plants mixed with soil, before the tribesmen cover themselves with it, sculpting it into patterns.

In recent years, some young women from the tribes are refusing to have their lips pierced, and removing their teeth can be a violent and sometimes traumatising task.

.