লন্ডনে অলিম্পিক পার্কের কাছেই ভয়াবহ অগ্নিকান্ড

দুশো দমকলকর্মীর তত্‍পরতায় আয়ত্ত্বে এল পূর্ব লন্ডনের ডেগেনহ্যামের রিসাইক্লিং সেন্টারের আগুন। স্থানীয় সময় দুপুর সোয়া একটা নাগাদ একতলা সেন্টারটিতে আগুন লাগে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।

Updated By: Aug 12, 2012, 11:38 PM IST

দুশো দমকলকর্মীর তত্‍পরতায় আয়ত্ত্বে এল পূর্ব লন্ডনের ডেগেনহ্যামের রিসাইক্লিং সেন্টারের আগুন। স্থানীয় সময় দুপুর সোয়া একটা নাগাদ একতলা সেন্টারটিতে আগুন লাগে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।
লন্ডনে দমকল বিভাগের কর্তা জানান, বহু বছর শহরে এত বড় মাপের অগ্নিকাণ্ড ঘটেনি। তবে কীভাবে আগুন লাগে সেকথা তিনি জানাতে পারেননি। অলিম্পিক পার্ক থেকে প্রায় ছমাইল দূরে এই ঘটনাটি ঘটলেও, যেখানে অলিম্পিকের খেলাগুলি চলছে সেখানে তার কোনও প্রভাব পড়বে না। এবং সমস্যা হবে না সমাপ্তি অনুষ্ঠানেও। ঘটনাস্থলে ৪০টি ইঞ্জিন পৌছয়। বিকেল পাঁচটা নাগাদ আগুন আয়ত্তে আসে। তবে দমকলের কর্মীরা এখনও ঘটনাস্থলে উপস্থিত আছেন। সারারাত ধরেই সামগ্রিকভাবে আগুন নেভানোর কাজ চলবে বলেও জানানো হয়েছে।

.