ইমেল বিতর্কে হিলারি ক্লিন্টনকে ক্লিন চিট দিল FBI
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে বিরাট অ্যাডভান্টেজ পেলেন হিলারি ক্লিন্টন। প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের শেষ হাতিয়ারটিও ভোঁতা হয়ে গেল। ইমেল বিতর্কে হিলারি ক্লিন্টনকে ক্লিন চিট দিল FBI।
ওয়েব ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে বিরাট অ্যাডভান্টেজ পেলেন হিলারি ক্লিন্টন। প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের শেষ হাতিয়ারটিও ভোঁতা হয়ে গেল। ইমেল বিতর্কে হিলারি ক্লিন্টনকে ক্লিন চিট দিল FBI।
মার্কিন বিদেশসচিব থাকাকালীন সরকারি সার্ভারের পরিবর্তে নিজের ব্যক্তিগত সার্ভার ব্যবহার করতেন হিলারি। এটা নিয়মবিরুদ্ধ। দুহাজার বারো সালে বিদেশসচিব পদে ইস্তফা দিয়ে রাজনীতিতে মন দেন হিলারি। দুহাজার পনেরোর মার্চে তাঁর ইমেল অনিয়ম সামনে আসে। তখন প্রাথমিকভাবে তদন্ত করে FBI জানিয়ে দেয়, হিলারি নিয়ম বিরুদ্ধ কাজ করলেও কোনও দুর্নীতি বা অপরাধ করেননি। নির্বাচনের ঠিক আগে হিলারির নতুন কয়েকটি ইমেলের খোঁজ পায় FBI। তদন্ত শুরু হয়। এ নিয়ে তেড়েফুঁড়ে প্রচার শুরু করেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।
আরও পড়ুন- ডোনাল্ড ট্রাম্প কি এখনই জঙ্গি নিশানায়?
ট্রাম্প শিবির বলতে শুরু করে হিলারি জিতলে সাংবিধানিক সঙ্কট শুরু হবে। কারণ ইমেল দুর্নীতিতে হিলারি জেলে যাবেন। যদিও, FBI জানিয়ে দিল হিলারি কোনও দুর্নীতি করেননি। তবে সরকারি সার্ভার ব্যবহার না করে গাফিলতি অবশ্যই করেছেন।