City Killer 2024 YR4 Asteroid: গ্রহাণুর আগুনে পুড়বে মানবসভ্যতা? বীভৎস 'সিটি কিলার' নিয়ে লেটেস্ট কী বলল নাসা...

City Killer 2024 YR4 Asteroid Updates: বিজ্ঞানীরা আগে বলেছিলেন, এই ২০২৪ওয়াইআর৪-এর পৃথিবীতে ধাক্কা মারার চান্স মাত্র ১ শতাংশ। পরে সেটা বেড়ে হয় ২.৩ শতাংশ। সব চেয়ে বড় কথা এই গ্রহাণু ঠিক কতটা বড় মাপের, তার কোনও আন্দাজ পাননি বিজ্ঞানীরা। তবে তাঁরা অনুমান করছেন, এটি ২০০ মিটারের মতো হতে পারে। কিন্তু এসে গেল সম্পূর্ণ অন্যরকম আপডেট।

Updated By: Feb 25, 2025, 05:27 PM IST
City Killer 2024 YR4 Asteroid: গ্রহাণুর আগুনে পুড়বে মানবসভ্যতা? বীভৎস 'সিটি কিলার' নিয়ে লেটেস্ট কী বলল নাসা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিজ্ঞানীরা আগে বলেছিলেন, এই ২০২৪ওয়াইআর৪-এর পৃথিবীতে ধাক্কা মারার চান্স মাত্র ১ শতাংশ। পরে সেটা বেড়ে হয় ২.৩ শতাংশ। সব চেয়ে বড় কথা এই গ্রহাণু ঠিক কতটা বড় মাপের, তার কোনও আন্দাজ পাননি বিজ্ঞানীরা। তবে তাঁরা অনুমান করছেন, এটি ২০০ মিটারের মতো হতে পারে। কিন্তু এসে গেল সম্পূর্ণ অন্যরকম আপডেট।

আরও পড়ুন: 23-Year-Old Youth kills 5: বীভৎস! দুপুর তিনটের সময় প্রথম খুন! তারপর দীর্ঘ পথ ঘুরে ঘুরে একে-একে ছুরিকাঘাত ৬ জনকে...

কী আপডেট? নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন, সিটি কিলার অ্যাস্টেরয়েডটির পৃথিবীতে ধাক্কা মারার চান্স প্রায় নেই-ই। বিজ্ঞানীরা অ্যাসেসমেন্ট করে দেখিয়েছেন, চান্স ২.৩ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ০.০০১৭ শতাংশ। ইউরোপিয়ান স্পেস এজেন্সিও একটা হিসেব দিয়েছে। তারা বলেছে, ২০২৪ওয়াইআর৪-এর পৃথিবীতে ধাক্কা মারার চান্স মাত্র ০.০০২ শতাংশ।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

আগে জানা গিয়েছিল, পৃথিবীর দিকে ধেয়ে আসছিল বিশাল বিপদ-- '২০২৪ ওয়াইআর৪' (2024 YR4)! আর এসবের মধ্যেই নাসা জানিয়ে দিয়েছিল, এই গ্রহাণু নিয়ে তাদের লেটেস্ট আপডেট কী। 

বিজ্ঞানীরা আগে বলেছিলেন, এই ২০২৪ওয়াইআর৪-এর পৃথিবীতে ধাক্কা মারার চান্স মাত্র ১ শতাংশ। পরে সেটা বেড়ে হয় ২.৩ শতাংশ। সব চেয়ে বড় কথা, এই গ্রহাণু ঠিক কতটা বড় মাপের, তার কোনও আন্দাজ পাননি বিজ্ঞানীরা। তাঁরা অনুমান করছিলেন, এটি ১৩০ থেকে ৩০০ মিটারের মতো চওড়া হতে পারে। বিজ্ঞানীরা এটিকে 'সিটি কিলার' নাম দিয়েছিলেন। কেননা, এর ধ্বংসক্ষমতা প্রায় একটা শহরকে মাটিতে মিশিয়ে দেওয়ার মতো। 

আরও পড়ুন: Shah Chand: নির্জন অন্ধকার রাস্তায় গরুর গাড়ির শব্দ কোথা থেকে আসছে? তারপর গোটা পথটায়...

যদি, পারতপক্ষে এটি পৃথিবীর দিকেই আকৃষ্ট হয়, তবে এটি পৃথিবীর ঠিক কোথায় এসে পড়বে? এ নিয়ে কী বলছেন বিজ্ঞানীরা? তাঁরা বলছিলেন, এটি আছড়ে পড়লে উপমহাদেশ ক্ষতিগ্রস্ত হবে। ২০২৪ ওয়াইআর৪ ৫০০টি পরমাণু বোমার যা মোট শক্তি, তার চেয়েও বেশি ধ্বংসশক্তির ক্ষমতা ধরে! সেই হিসেবে এটি আর নিছক সিটি কিলার থাকবে না, হয়ে উঠবে হয়তো এক আস্ত কান্ট্রি কিলার! নাসা-র ক্যাটালিনা স্কাই সার্ভে প্রজেক্টের প্রযুক্তিবিদ ডেভিড রনকিন আমাদের ভয় আরও বহুগুণ বাড়িয়ে দিয়ে বলেছেন, অ্যাস্টেরয়েডটি যদি একান্ত এসেই পড়ে, তবে এটি এসে আছড়ে পড়তে পারে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইথিওপিয়া, সুদান, নাইজেরিয়া, ভেনেজুয়োলা, কলম্বিয়া, ইকুয়েডরের মতো দেশগুলির মাটিতেই! তাহলে, কী ঘটবে তখন?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.