জাকার্তায় জঙ্গি হামলার রেশ না কাটতেই ফের হামলা বুরকিনা ফাসোয়

জাকার্তায় জঙ্গিহানার রেশ এখনও কাটেনি। এরমধ্যেই ফের হামলা। এবার বুরকিনা ফাসোয়। আফ্রিকার এই দেশে জঙ্গি হানায় এখনও পর্যন্ত কুড়ি জনের মৃত্যুর খবর মিলেছে। আহতের সংখ্যা কমপক্ষে পনের। এক মন্ত্রী সহ ৬৩ জন পণবন্দিকে উদ্ধার করেছে পুলিস। বুরকিনা ফাসোর রাজধানীতে একটি হোটেলে হানা দেয় আল কায়দা জঙ্গিরা। নিরাপত্তারক্ষীদের সঙ্গে চলে ধুন্ধুমার গুলির লড়াই। হোটেলে থাকা অতিথিদের পণবন্দি করে নেয় জঙ্গিরা। গুলিতে মৃত্যু হয় অনেকের। আতঙ্কে পালাতে গিয়ে আহত হন বেশ কয়েকজন। হাসপাতাল সূত্রে খবর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। 

Updated By: Jan 16, 2016, 01:31 PM IST
জাকার্তায় জঙ্গি হামলার রেশ না কাটতেই ফের হামলা বুরকিনা ফাসোয়

ওয়েব ডেস্ক: জাকার্তায় জঙ্গিহানার রেশ এখনও কাটেনি। এরমধ্যেই ফের হামলা। এবার বুরকিনা ফাসোয়। আফ্রিকার এই দেশে জঙ্গি হানায় এখনও পর্যন্ত কুড়ি জনের মৃত্যুর খবর মিলেছে। আহতের সংখ্যা কমপক্ষে পনের। এক মন্ত্রী সহ ৬৩ জন পণবন্দিকে উদ্ধার করেছে পুলিস। বুরকিনা ফাসোর রাজধানীতে একটি হোটেলে হানা দেয় আল কায়দা জঙ্গিরা। নিরাপত্তারক্ষীদের সঙ্গে চলে ধুন্ধুমার গুলির লড়াই। হোটেলে থাকা অতিথিদের পণবন্দি করে নেয় জঙ্গিরা। গুলিতে মৃত্যু হয় অনেকের। আতঙ্কে পালাতে গিয়ে আহত হন বেশ কয়েকজন। হাসপাতাল সূত্রে খবর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। 

.