প্রকাশ্যে ISI-এর নাম নিয়ে জল্পনা উস্কে দিলেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আইসিস নয়। ISI। গুলশন গণহত্যায় মদতদাতা পাক গুপ্তচর সংস্থা। এমনই সন্দেহ করছে বাংলাদেশ সরকার। প্রকাশ্যে ISI-এর নাম নিয়ে জল্পনা উস্কে দিয়েছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
ওয়েব ডেস্ক: আইসিস নয়। ISI। গুলশন গণহত্যায় মদতদাতা পাক গুপ্তচর সংস্থা। এমনই সন্দেহ করছে বাংলাদেশ সরকার। প্রকাশ্যে ISI-এর নাম নিয়ে জল্পনা উস্কে দিয়েছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
১৩ মিনিটের সেনা অভিযানে খতম ৬ জঙ্গি। জীবিত উদ্ধার ১৩ পণবন্দি। রুদ্ধশ্বাস অপারেশন থাণ্ডারবোল্টের ফুটেজ প্রকাশ হয়েছে সংবাদমাধ্যমে। রক্তক্ষয়ী সেই লড়াইয়ের পর কেটে গেছে বহু ঘণ্টা। ঈদের আগে শেষ রবিবার বাংলাদেশের ঘুম ভাঙল একরাশ বিষাদ নিয়ে। গ্রাউন্ড জিরোয় নাকাবন্দি। দেশজুড়ে কঠোর নিরাপত্তা।
হামলাকারীদের পিছনে মাথা কারা? এখনও সূত্র খুঁজে বেড়াচ্ছে পুলিস। তবে বাংলাদেশ সরকারের সন্দেহ পাকিস্তানকেই। গুলশনের হামলার পিছনেও ISI, এমন দাবি সরকারিভাবে এখনও করেনি বাংলাদেশ সরকার। তবে আওয়ামি লিগ সরকারের বিরুদ্ধে পাকিস্তানি চক্রান্তের অভিযোগ বারবার তুলছে তারা।