পড়ে যেতে পারে গবাদি পশুর দাম, আশঙ্কায় কোরবানির ইদের আগে ভারত থেকে গরুপাচার নিষিদ্ধ করল বাংলাদেশ সরকার
কোরবানির ইদের আগে দেশে গবাদি পশুর দাম ধরে রাখতে ভারত থেকে গরুপাচারে নিষেধাজ্ঞা জারি করল বাংলাদেশ সরকার। সেদেশের মত্স্য ও প্রাণীসম্পদ মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: কোরবানির ইদের আগে দেশে গবাদি পশুর দাম ধরে রাখতে ভারত থেকে গরুপাচারে নিষেধাজ্ঞা জারি করল বাংলাদেশ সরকার। সেদেশের মত্স্য ও প্রাণীসম্পদ মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে।
বাংলাদেশ সরকারের দাবি, তারা মাংস উত্পাদনে স্বনির্ভর হয়ে উঠেছে। ফলে ভারত থেকে বৈধ ও অবৈধ পথে গবাদি পশুর আমদানি কমেছে উল্লেখযোগ্য হারে। আগে যেখানে প্রতি বছর ভারত থেকে ২৪ - ২৫ লক্ষ গবাদি পশু আমদানি হত, সেখানে ২০১৮ সালে ৯২ হাজার গবাদি পশু বাংলাদেশে ঢুকেছে।
জামিন পেতে হলে বিলি করতে হবে কোরান, রায় ঝাড়খণ্ডের আদালতের
সেদেশের সরকারের অনুমান, আসন্ন ইদে ১ কোটি ১০ লক্ষ পশু কোরবানি হতে পারে। গত বছর সংখ্যাটা ছিল ১ কোটি ৫ লক্ষের কাছাকাছি।
কোরবানির ইদের আগে ঢাকা লাগোয়া বিভিন্ন পশুর হাটে পৌঁছতে শুরু করেছে গবাদি পশু। ঢাকায় মোট ২৪টি স্থায়ী ও অস্থায়ী পশুর হাটের প্রতিটিতে ২ জন পশুচিকিত্সক নিয়োগ করেছে সরকার। নিষিদ্ধ হয়েছে হরমোন ইনজেকশন।