এবার আরও বিপাকে পাকিস্তান, বরাদ্দ কমালো আমেরিকা

এবার আরও বিপাকে পাকিস্তান। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে চরম জটিলতার মাঝে ধাক্কা এল ওয়াশিংটন থেকে। পাকিস্তানকে বরাদ্দ আর্থিক সাহায্যের পরিমাণ ব্যাপক হারে কমালো আমেরিকা। গত বছরের তুলনায় আর্থিক সাহায্য ১৯ কোটি ডলার কমানো হয়েছে।

Updated By: May 24, 2017, 09:42 PM IST
এবার আরও বিপাকে পাকিস্তান, বরাদ্দ কমালো আমেরিকা

ওয়েব ডেস্ক : এবার আরও বিপাকে পাকিস্তান। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে চরম জটিলতার মাঝে ধাক্কা এল ওয়াশিংটন থেকে। পাকিস্তানকে বরাদ্দ আর্থিক সাহায্যের পরিমাণ ব্যাপক হারে কমালো আমেরিকা। গত বছরের তুলনায় আর্থিক সাহায্য ১৯ কোটি ডলার কমানো হয়েছে।

আরও পড়ুন- চিন নয়, ভারতই এখন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ?

গত বছর পাকিস্তানকে মোট ৫৩ কোটি ডলার আর্থিক অনুদান দেয় আমেরিকা। তা কমে এবার হয়েছে ৩৪ কোটি ডলার। তার মধ্যে সামরিক খাতে বরাদ্দ কমিয়ে প্রায় অর্ধেক করা হয়েছে। এমনকি, যে অর্থ বরাদ্দ করা হয়েছে, তা পাকিস্তানকে অনুদান নাকি ঋণ, তাও স্পষ্ট করেনি আমেরিকা। সম্প্রতি রিয়াধে আরব আমেরিকান শীর্ষ সম্মেলনে নাম না করে পাকিস্তানের সমালোচনায় সরব হন ডোনাল্ড ট্রাম্প। জঙ্গিদের মুক্তাঞ্চল তৈরি প্রসঙ্গে কড়া বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে ভারত যে সন্ত্রাসের শিকার তাও মেনে নেন ট্রাম্প। বিশেষজ্ঞ মহলের মতে, পাক ভুখণ্ডে যে হারে জঙ্গি কার্যকলাপ বেড়েই চলেছে তাতে ক্ষুব্ধ আমেরিকা। সম্ভবত সেই কারণেই আর্থিক অনুদান কমিয়ে ইসলামাবাদকে ফের বার্তা দিল ট্রাম্প প্রশাসন।

.