সৌরজগতের বাইরে যমজ পৃথিবী
আকারে আমাদের পৃথিবীরই মতো। তবে, একটা নয়। এক্কেবারে একজোড়া। আর তফাত বলতে অবস্থান সৌরপরিবারের বাইরে। সম্প্রতি এই নতুন দুটি গ্রহের সন্ধান পেয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। কেপলার মহাকাশযান থেকে গ্রহদুটিকে দেখাও গিয়েছে।
আকারে আমাদের পৃথিবীরই মতো। তবে একটা নয়, একজোড়া। আর তফাত বলতে অবস্থান সৌরপরিবারের বাইরে। সম্প্রতি এই নতুন দুটি গ্রহের সন্ধান পেয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। কেপলার মহাকাশযান থেকে গ্রহদুটিকে দেখাও গিয়েছে। আর তার জেরেই নতুন করে শুরু হয়েছে জল্পনা। পৃথিবীর বাইরে অন্য গ্রহে প্রাণের হদিশ মেলা নিয়ে জল্পনা। কারণ, এই নতুন গ্রহদুটিও যে নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে সেই নক্ষত্রটির সঙ্গে সূর্ষের বেজায় মিল রয়েছে। তবে, এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, গ্রহদুটির পৃষ্ঠের তাপমাত্রা অত্যধিক। আর তাতেই প্রাণের সন্ধানের প্রাথমিক সম্ভাবনায় আপাতত জল ঢালতে বাধ্য হচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা।