হোয়াটস অ্যাপের নতুন ফিচার্সটা দেখেছেন?
Updated By: Aug 22, 2017, 04:18 PM IST
ওয়েব ডেস্ক: খুব কম সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে হোয়াটস অ্যাপ । ব্যবহারকারীদের কাছে খুব পছন্দেরও। আপনিও নিশ্চয়ই হোয়াটস অ্যাপ ব্যবহার করেন? ডেটার খরচেই সারাদিন কথা-বার্তা বলতে থাকেন? তাহলে আপনার জন্য সুখবর। আবার নতুন ফিচার্স নিয়ে এল হোয়াটস অ্যাপ ।
হোয়াটস অ্যাপে স্ট্যাটাস ফিচার্সটি নিশ্চয়ই ব্যবহার করেন? তাহলে জেনে রাখুন, হোয়াটস অ্যাপ এবার আপনাকে স্ট্যাটাস ফিচার্সটিতে রং এবং ফন্ট ব্যবহার করার সুবিধা দেবে। খুব সহজেই এবার টেক্সট স্ট্যাটাস ফিচার্সটিতে ব্যাকগ্রাউন্ডের রং এবং ফন্ট ব্যবহার করতে পারবেন। অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীরা হোয়াটস অ্যাপের এই নতুন সুবিধাটি পাবেন। হোয়াটস অ্যাপ প্রাইভেসি সেটিংস অপশনে গিয়ে স্ট্যাটাসের ব্যাকগ্রাউন্ড রং এবং ফন্ট বদলাতে পারবেন।